
‘টেস্ট ক্রিকেট কিছু দেশকে দেউলিয়া করে দিতে পারে’
ক্রিকেটাঙ্গনে গেল কয়েকদিন ধরেই আলোচনায় দ্বি-স্তরের টেস্ট কাঠামো। যে পরিকল্পনার মূলে রয়েছে বেশি বেশি টেস্ট ম্যাচ আয়োজন করা। যেসব দেশ লাল বলের ক্রিকেট কম খেলে, তাদেরকেও একটি নিয়মের আওতায় নিয়ে আসা। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) নতুন এই কাঠামোর চালুর সম্ভাবনা খতিয়ে দেখতে ইতিমধ্যে একটি ওয়ার্কিং গ্রুপও গঠন করেছে।
তবে ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) প্রধান নির্বাহী টড গ্রিনবার্গ সতর্ক করেছেন, এই টেস্ট ক্যালেন্ডার কিছু দেশের জন্য দেউলিয়া হওয়ার ঝুঁকি তৈরি করতে পারে। বেশি ম্যাচ না খেলে বরং মান সম্পন্ন টেস্ট খেলাকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
গ্রিনবার্গ বলেন, ‘টেস্ট ক্রিকেটে স্বল্পতা আমাদের বন্ধু, শত্রু নয়। আমি মনে করি না যে, বিশ্বের প্রতিটি দেশকে টেস্ট ক্রিকেট খেলার লক্ষ্যে পৌঁছাতে হবে। আর সেটি না হলেও সমস্যা নেই। আমরা আসলে দেশগুলোকে দেউলিয়া করার চেষ্টা করছি, যদি জোর করে তাদের টেস্ট খেলতে বাধ্য করি।’
ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মধ্যকার অ্যাশেজের মতো বড় সিরিজে আরও বিনিয়োগের আহ্বান জানান গ্রিনবার্গ। সাম্প্রতিক ইংল্যান্ড-ভারত পাঁচ ম্যাচের সিরিজকে টেস্ট ক্রিকেটের সেরা উদাহরণ হিসেবে উল্লেখ করেন তিনি।