কখনো মাথাব্যথায় ভোগেনি এমন মানুষ বোধহয় পাওয়া যাবে না। মাথাব্যথার নানা ধরন ও কারণ রয়েছে। প্রায় ৫০ শতাংশ মানুষ দুশ্চিন্তাজনিত মাথাব্যথায় ভোগে। মাইগ্রেনের কারণে মাথাব্যথায় আক্রান্ত হয় অনেকে। শরীরের অন্যান্য অঙ্গের সমস্যার ফলে হতে পারে মাথাব্যথা। কারো মাথার একপাশে ব্যথা হয়। কারো পুরো মাথায়। কারো আবার চোখ, মুখ, চোয়াল, ঘাড়সহ ব্যথা হয়।
সাধারণত দুই রকমের মাথাব্যথা দেখা যায়।
প্রাইমারি সেকেন্ডারি
প্রাইমারি মাথাব্যথা
মস্তিষ্কের স্নায়ু, পেশি ও রক্তনালির জটিলতাসংক্রান্ত মাথাব্যথা হচ্ছে প্রাইমারি মাথাব্যথা। মাথার নিজস্ব রোগের কারণে এটি হয়ে থাকে। এ মাথাব্যথা অন্য কোনো রোগের উপসর্গ নয়। সাধারণত নিম্নোক্ত কয়েক ধরনের মাথাব্যথা প্রাইমারির অন্তর্ভুক্ত।