মাইগ্রেন কেন হয় তা বিজ্ঞানীরা আজও সুনির্দিষ্টভাবে জানতে পারেননি। মাথায় রক্ত চলাচলের তারতম্যের কারণে মাইগ্রেন হয় বলে কেউ কেউ বলেন। কিছু বিষয় মাইগ্রেনের ব্যথা বাড়িয়ে দিতে পারে। যেমন চকোলেট, পনির, কফি ইত্যাদি বেশি খেলে মাইগ্রেনের ব্যথা হতে পারে। জন্মবিরতিকরণ ওষুধ, দুশ্চিন্তা করা, ভ্রমণ, তীব্র আলো ও উচ্চ শব্দ ইত্যাদি মাইগ্রেনের ব্যথা শুরু করতে সহায়তা করে।
ব্যথার স্থায়িত্ব
মাইগ্রেনের ব্যথা মাথার এক পাশে হয়। সঙ্গে বমি বমি ভাব হয়। এ ব্যথা শুরু হলে কয়েক ঘণ্টা থেকে কয়েক দিন পর্যন্ত স্থায়ী হতে পারে। মাইগ্রেনের ব্যথার তীব্রতা আলোয় বাড়ে। রোগী অন্ধকারে থাকতে পছন্দ করে।
ব্যথার লক্ষণ
অনেকে মাইগ্রেনের ব্যথা শুরু হওয়ার আগেই বুঝতে পারেন। এ সময় কিছু বিশেষ লক্ষণ দেখা দেয়। যেমন চোখের সামনে আঁকাবাঁকা রেখা দেখা, ঝাপসা দেখা, কথা বলতে অসুবিধা হওয়া ইত্যাদি। এছাড়া শরীরের কোনো অংশ ঝিনঝিন করা বা অবশ লাগতে পারে।