You have reached your daily news limit

Please log in to continue


খরচের জন্য নয়, গত মৌসুমের সাফল্যের কারণেই ফেভারিট লিভারপুল: স্লট

বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুলের কোচ আর্নে স্লট বলেছেন, ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জয়ের দৌড়ে তাদেরকে ফেভারিট ধরা খুবই স্বাভাবিক। এর পেছনে চলমান গ্রীষ্মকালীন দলবদলে বেশ কিছু তারকা খেলোয়াড় কেনার চেয়ে আগের মৌসুমের সাফল্যকেই বড় কারণ মনে করছেন তিনি।

গত মৌসুমে ২০তম প্রিমিয়ার লিগ জিতে ম্যানচেস্টার ইউনাইটেডের রেকর্ডে ভাগ বসায় লিভারপুল। নতুন মৌসুম শুরুর আগে প্রচুর অর্থ ব্যয় করে স্কোয়াডকে আরও শক্তিশালী করতে মনোযোগী তারা। ফ্লোরিয়ান ভার্টজ, হুগো একিতিকে, জেরেমি ফ্রিমপং, মিলোস কেরকেজসহ আরও কয়েকজনকে দলে টেনেছে অ্যানফিল্ডের ক্লাবটি।

গুরুত্বপূর্ণ কিছু খেলোয়াড়কেও অবশ্য হারিয়েছে অলরেডরা। ট্রেন্ট অ্যালেকজান্ডার-আর্নল্ড পাড়ি জমিয়েছেন রিয়াল মাদ্রিদে, লুইস দিয়াজ গেছেন বায়ার্ন মিউনিখে এবং জারেল কুয়ানসাহ যোগ দিয়েছেন বায়ার লেভারকুসেনে। এছাড়া, ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গত মাসে প্রাণ হারিয়েছেন দিয়োগো জোতা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন