
যুগপৎ সঙ্গীদের দেওয়া কমিটমেন্ট থেকে সরবে না বিএনপি : তারেক রহমান
ঢাকা পোষ্ট
প্রকাশিত: ০৮ আগস্ট ২০২৫, ২২:১৮
নির্বাচন ও সরকার গঠন প্রশ্নে অতীতে যুগপৎ সঙ্গীদের দেওয়া কমিটমেন্ট থেকে বিএনপি সরে আসবে না বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামী নির্বাচনে জনগণের রায়ে সরকার গঠন করে বাংলাদেশকে গণতান্ত্রিক ও কল্যাণ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে পারবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
শুক্রবার (৮ আগস্ট) গুলশানে দলের চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপির যুগপৎ আন্দোলনের সঙ্গী ১২ দলীয় জোট, সমমনা জোট, এলডিপি ও লেবার পার্টির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তারেক রহমান।
বৈঠকে উপস্থিত থাকা কয়েকটি দলের নেতারা ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তারেক রহমান যুগপৎ সঙ্গী দলগুলোর নেতাদের বলেন, আপনাদের ঐক্যের মাধ্যমে দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পথ ধরে জুলাইয়ে ছাত্র, শ্রমিক ও জনতার গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদের পতন হয়েছে।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১ বছর, ৪ মাস আগে