
পরিস্থিতি ক্রমেই জটিল হচ্ছে: তারেক
দেশের পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
সবাইকে সতর্ক হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেছেন, “আমি বলব, এখনো সময় আছে। পরাজিত পলাতক অপশক্তি কিন্তু সুযোগের অপেক্ষায় ওঁৎ পেতে রয়েছে।”
বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে রোববার বিকালে আলোচনা সভায় ভিডিও কলে বক্তব্য দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। জাতীয় নির্বাচন বানচালে ষড়যন্ত্র ডালপালা মেলতে শুরু করেছে বলেও এসময় মন্তব্য করেন তিনি।
তারেক রহমান বলেন, “দেশের স্থিতিশীল পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে অথবা জটিল করে তোলা হচ্ছে। বিবেক হচ্ছে মানব সমাজের সবচেয়ে বড় আদালত। এই বিবেকের আদালতেই আজ আমাদের আত্মজিজ্ঞাসা করা দরকার ‘নির্বাচন হতে দেওয়া হবে না’- এই ধরনের উচ্চারণ ফ্যাসিবাদবিরোধী শক্তির ঐক্যকে দুর্বল করবে নাকি, পলাতক ফ্যাসিবাদী অপশক্তির পুনরুত্থানের প্রাসঙ্গিকতা তৈরি করবে।
“নির্বাচনকে সামনে রেখে নানা রকম ষড়যন্ত্রের ডালপালা মেলতে শুরু করেছে। তবে জনগণের সঙ্গে সম্পর্ক থাকলে আমরা বিশ্বাস করি, কোনো ষড়যন্ত্রই বিএনপির অগ্রযাত্রাকে রুখতে পারবে না ইনশাআল্লাহ। সকলকে সর্তক থাকতে হবে।”