
অভিজ্ঞতা নেই, তবু তাঁরা ‘ভালো’ কোচ
আগামী জানুয়ারিতে পাকিস্তানে অনুষ্ঠেয় সাউথ এশিয়ান (এসএ) গেমসের প্রস্তুতির জন্য বিদেশি কোচ আনছে ফেডারেশনগুলো। সাঁতার, টেবিল টেনিস, ব্যাডমিন্টন, বক্সিং, উশু ও ভলিবল ফেডারেশন এরই মধ্যে কোচ নিয়োগ চূড়ান্ত করেছে। এই বিদেশি কোচদের বেশির ভাগেরই কোচিং–বিষয়ক তেমন কোনো ডিগ্রি নেই। কারও অভিজ্ঞতা একেবারে শূন্যের কোঠায়। তবে ফেডারেশনের দাবি—তাঁরা ‘ভালো’ কোচ।
অভিজ্ঞতায় ঘাটতি প্রায় সবারই
সাঁতারে নিয়োগ পাওয়া সাঈদ ম্যাকডি ১১ বছরের কোচিং ক্যারিয়ারের বেশির ভাগ সময়ই স্কুল পর্যায়ে কাজ করেছেন। মনোবিজ্ঞান ও সমাজবিজ্ঞানে ডিগ্রিধারী এই কোচের সাঁতারের ওপর কোনো সনদ নেই। কেবল ইংল্যান্ড থেকে স্পোর্টস কোচিংয়ে ডিপ্লোমা করেছেন।
ব্যাডমিন্টন ফেডারেশনের নিয়োগ দেওয়া ইন্দোনেশিয়ার মাঙ্গারা তুয়া একাডেমির কোচ ছিলেন ১৭ বছর। তুয়ার রয়েছে ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশনের লেভেল ওয়ান ট্রেনিং, যে কোর্সে সাধারণত ৫ থেকে ৭ দিনে ১৩ মডিউলে ব্যাডমিন্টনের মৌলিক বিষয়গুলো শেখানো হয়।
টেবিল টেনিসের থাই কোচ প্যাটারটর্ন পাসারার কোচিং অভিজ্ঞতা নেই বললেই চলে। চীন থেকে আনা উশুর ঝোউ ওয়েনজিয়ের অবস্থাও অনেকটা তেমন। আগে কখনো জাতীয় দল কিংবা চেনাজানা ক্লাবে কোচিং করানোর সুযোগ হয়নি তাঁর।
বক্সিংয়ের কোচ আবায়েভ আকিকত কিরগিজস্তান বক্সিং ফেডারেশনের বর্তমান কমিটির সদস্য। অর্থনীতির পাশাপাশি শারীরিক সংস্কৃতি ও খেলাধুলা নিয়ে স্নাতক করা আকিকতের কোচিংয়ে সর্বোচ্চ ডিগ্রি ইন্টারন্যাশনাল বক্সিং অ্যাসোসিয়েশন থেকে ওয়ান স্টার কোর্স, যা এই খেলার একেবারে মৌলিক সার্টিফিকেট।