অনিয়ম-চুক্তি ভঙ্গের অভিযোগে ডিজিটাল লেনদেন প্লাটফর্ম 'বিনিময়'কে বাতিল করেছে বাংলাদেশ ব্যাংক।
ব্যাংক, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রোভাইডার ও পেমেন্ট সার্ভিস প্রোভাইডারদের (পিএসপি) টাকা লেনদেনের সুবিধার্থে ২০২২ সালের নভেম্বরে 'বিনিময়' চালু হয়।
বিগত আওয়ামী লীগ সরকারের আমলে আইসিটি বিভাগের ইনোভেশন ডিজাইন অ্যান্ড এন্টারপ্রেনারশিপ একাডেমি (আইডিইএ) প্রায় ৬৫ কোটি টাকা খরচে এটি তৈরি করে। লক্ষ্য ছিল নগদ লেনদেন কমানো।
কিন্তু, চালু হওয়ার পর থেকেই 'বিনিময়'র বিরুদ্ধে রাজনৈতিক পৃষ্ঠপোষকতা ও অনিয়মের অভিযোগ উঠে।
কেন্দ্রীয় ব্যাংকের ভাষ্য—'বিনিময়' শুরু করার চুক্তিতে সই করার জন্য চাপ দেওয়া হয়েছিল। বাংলাদেশ ব্যাংক গত কয়েক মাস ধরে পরিচালন ও রক্ষণাবেক্ষণের জন্য প্রতিশ্রুত ফি পায়নি।