গেমের ভেতর আপত্তিকর কনটেন্ট থাকায় সম্প্রতি কিছু গেমের বাজারজাতকরণ বন্ধ হয়ে গেছে। বিষয়টি নিয়ে অনেকেই মনে করছেন, এসব গেম নিষিদ্ধ করার জন্য পেমেন্ট কার্ড কোম্পানিগুলো চাপ প্রয়োগ করেছে।
এই অভিযোগের পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক কার্ড প্রতিষ্ঠান মাস্টারকার্ড গত শুক্রবার এক বিবৃতি দিয়ে জানায়, “মিডিয়ায় যেভাবে প্রকাশ হয়েছে, বাস্তবতা তেমন নয়। আমরা কোনো গেম মূল্যায়ন করিনি বা কোনো গেম নির্মাতা সাইট বা প্ল্যাটফর্মে নিষেধাজ্ঞা চাপিয়ে দেইনি।”
তারা আরও জানায়, “আমরা শুধু এটুকু নিশ্চিত করতে বলেছি, যাতে মাস্টারকার্ড ব্যবহার করে অবৈধ লেনদেন না হয়।”