আন্তর্জাতিক ক্রিকেটে সব ফরম্যাটে বাংলাদেশি ব্যাটারদের সমস্যাগুলো নিয়ে আলোচনা করতে গেলে ধারাবাহিকতার অভাবকে উপরের দিকেই রাখতে হবে।
বাংলাদেশের আন্তর্জাতিক ক্রিকেটে শুরুর দিন থেকেই একজন ব্যাটারের একটি ভালো ইনিংস তাকে পরবর্তী কিছু ম্যাচের জন্য দলে জায়গা নিশ্চিত করে দিতো। এই প্রবণতা আজও বিদ্যমান। আর এজন্য খেলোয়াড়দের ধারাবাহিকতার জন্য খুব বেশি চেষ্টা করতে হয়নি।
বাংলাদেশ টাইগার্স প্রোগ্রামের কোচ সোহেল ইসলামের মতে, ধারাবাহিকভাবে রান করা একটি 'অভ্যাস', যা খেলোয়াড়দের ঘরোয়া পর্যায়েই গড়ে তুলতে হবে। কিন্তু বাংলাদেশে তা খুব কমই করা হয়, কারণ খেলোয়াড়রা সামান্য কিছু অর্জন করেই প্রচুর প্রশংসা পেয়ে যান।