You have reached your daily news limit

Please log in to continue


টেবিল টেনিসে থাই কোচ

আসছে এশিয়ান ইয়ুথ গেমস, ইসলামিক সলিডারিটি গেমস ও এসএ গেমস সামনে রেখে আটঁঘাট বেঁধে প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশন। এই তিন প্রতিযোগিতায় ভালো করার লক্ষ্যে থাইল্যান্ডের কোচ প্যাটারাথোর্ন পাসারার হাতে দায়িত্ব দিচ্ছে তারা।

অক্টোবরে বাহরাইনে তৃতীয় এশিয়ান ইয়ুথ গেমস, নভেম্বরে সৌদি আরবে ইসলামিক সলিডারাটি গেমস ও জানুয়ারিতে পাকিস্তানে এসএ গেমস সামনে রেখে বাংলাদেশ জাতীয় টেবিল টেনিস দলের উন্নত প্রশিক্ষণ নিশ্চিত করতে থাইল্যান্ড থেকে এই কোচকে আনা হচ্ছে।

তার সঙ্গে অবশ্য চুক্তি দীর্ঘমেয়াদে নয়। আপাতত দুই মাসের জন্য। পারফরম্যান্স সন্তোষজনক হলে চুক্তির মেয়াদ বাড়ানোর ভাবনা আছে ফেডারেশনের।

২৫ বছর বয়সী এই কোচের আন্তর্জাতিক টেবিল টেনিস ক্যারিয়ার লম্বা নয়। ২০২২ সালের এপ্রিলে সাউথইস্ট এশিয়ান চ্যাম্পিয়ানশিপে থাইল্যান্ড পুরুষ দলের হয়ে সোনা জিতেছিলেন তিনি। এছাড়া ২০২৪ সালের চিং মি সার্কিট কিংস কাপেও পান সাফল্য।

বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক ক্যাপ্টেন এ. এম. মাকসুদ আহমেদ জানিয়েছেন, এই কোচের পাশাপাশি বিদেশি সহকারী কোচ ও প্র্যাকটিস পার্টনার আনার পরিকল্পনাও আছে তাদের।

“এ মুহূর্তে আমাদের ক্যাপে অনুর্ধ্ব-১৭ বালক ও বালিকাদের ৮ জনের একটি দল রয়েছে। এছাড়া পুরুষ ও মহিলা সিনিয়র দলের প্রায় ১৬ জন করে ৩২ জন ক্যাম্পে রয়েছে। আগামী ৮ আগস্ট বাছাইয়ের মাধ্যমে সিনিয়র দলের সদস্য সংখ্যা ২০ জনে নামিয়ে আনা হবে।”

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন