
হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য শুরু রোববার, হবে সরাসরি সম্প্রচার
জুলাই অভ্যুত্থান দমানোর চেষ্টায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে রোববার।
এদিন বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ এ রাষ্ট্রপক্ষের তরফে সূচনা বক্তব্য উপস্থাপন করা হবে। এ বিচারকাজ সরাসরি সম্প্রচার করা হবে।
কৌঁসুলি ফারুক আহাম্মদ বলেন, “আজ শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু হবে। খোকন চন্দ্র বর্মণ নামে এক সাক্ষী ট্রাইব্যুনালে সাক্ষ্য দেবেন।
“সাক্ষ্য শুরুর আগে রাষ্ট্রপক্ষ থেকে সূচনা বক্তব্য উপস্থাপন করা হবে। ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে বিচারকাজ সরাসরি সম্প্রচার করা হবে।”
আসামিদের মধ্যে চৌধুরী আবদুল্লাহ আল মামুন দায় স্বীকার করে রাজসাক্ষী হওয়ার আবেদন করেছেন। তিন আসামির মধ্যে একমাত্র তিনিই কারাগারে আটক আছেন, বাকি দুজনকে পলাতক দেখিয়ে এ মামলার কার্যক্রম চলছে। শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের পক্ষে মামলা পরিচালনা করবেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন। আর মামুনের পক্ষে লড়বেন আইনজীবী জায়েদ বিন আমজাদ।
গত ১০ জুলাই শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে আন্দোলন দমনে ১৪০০ জনকে হত্যার উসকানি, প্ররোচনা ও নির্দেশ দান, ‘সুপিরিয়র কমান্ড রেসপনসেবলিটি’ এবং ‘জয়েন্ট ক্রিমিনাল এন্টারপ্রাইজের’ মোট পাঁচ অভিযোগে বিচার শুরুর আদেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।