তরুণ থেকে ষাটোর্ধ্ব, যে কোনো বয়সীদের কাছেই হোন্ডা বাইকের জনপ্রিয়তা রয়েছে। কম বাজেটের মধ্যে বেশি মাইলেজ দেবে এমন বাইক খুঁজলে হোন্ডা থাকবে শুরুতেই। সংস্থার বেশ কিছু মডেলের বাইক আছে বাজারে যেগুলো দামে সস্তা, তবে মাইলেজের বেলায় অনেক দামি বাইকের চেয়েও সেরা। তেমনই আরও দুটি বাইক বাজারে আনতে চলেছে হোন্ডা।
বাইকগুলোর ইঞ্জিন ১২৫ সিসির কম হবে, তবে এগুলোতে উপলব্ধ ফিচার্স, ডিজাইন এবং প্রযুক্তি সব ক্ষেত্রে যে কোনো প্রিমিয়াম বাইকের মতই হবে। আসুন দেখে নেওয়া যাক কোন বাইকগুলো আনছে হোন্ডা-