
বিদেশ মানেই বেহেশত মনে করবেন না : আসিফ নজরুল
আগামী ২-৩ সপ্তাহের মধ্যে সৌদি আরবের সঙ্গে প্রথমবারের মতো প্রবাসী শ্রমিকদের নিয়ে চুক্তি করার কথা জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল। তবে চুক্তির বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেননি তিনি। এ ছাড়া, বিদেশ গমনেচ্ছুদের উদ্দেশ্যে উপদেষ্টার পরামর্শ-বিদেশ মানেই বেহেশত মনে করবেন না।'
শনিবার (২ আগস্ট) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় আয়োজিত ‘রেমিট্যান্স যোদ্ধা দিবস’ অনুষ্ঠানে এ তথ্য জানান উপদেষ্টা।
আসিফ নজরুল বলেন, আশা করি ২-৩ সপ্তাহের মধ্যে শুনবেন যে সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো প্রবাসী শ্রমিকদের নিয়ে চুক্তি হচ্ছে। এই চুক্তির চেষ্টা বিগত সরকারের আমলে অনেকবার করার চেষ্টা করা হয়েছে, হয়নি। ভারত কিংবা পাকিস্তানের সঙ্গে এই চুক্তি নেই, বাংলাদেশের সঙ্গে এই চুক্তি হতে যাচ্ছে।