You have reached your daily news limit

Please log in to continue


নারায়ণগঞ্জে আসন বদল: বন্দর ভাগে ভোগান্তির শঙ্কা

সংসদীয় আসন পুনর্বিন্যাসের অংশ হিসেবে নারায়ণগঞ্জের তিনটি আসনের সীমানা পরিবর্তনের প্রস্তাব এনেছে নির্বাচন কমিশন। এর মাধ্যমে বন্দর থানা এলাকা ভাগাভাগি হয়ে নারায়ণগঞ্জ-৩ এবং নারায়ণগঞ্জ-৫ সংসদীয় এলাকায় পড়তে যাচ্ছে। এ নিয়ে আপত্তি জানিয়েছেন আগামী নির্বাচনে প্রার্থী হতে আগ্রহী নেতারা। তাঁরা বলছেন, একই এলাকায় দুজন সংসদ সদস্য থাকলে দাপ্তরিক কাজ থেকে শুরু করে স্থানীয় বিচার-সালিসের মতো বিষয়গুলো বাধাগ্রস্ত হবে।

নারায়ণগঞ্জ-৫ আসনে বর্তমানে আছে সিটি করপোরেশনের ১৭টি ওয়ার্ড (যাতে আছে বন্দর থানাধীন ৯টি ওয়ার্ড) এবং বন্দর উপজেলার পাঁচটি ও সদরের দুটি ইউনিয়ন। এটি নতুন করে শুধু সিটি করপোরেশনের ২৭টি ওয়ার্ড নিয়ে গঠনের প্রস্তাব এনেছে ইসি। অন্যদিকে নারায়ণগঞ্জ-৩

আসন বর্তমানে শুধু সোনারগাঁ উপজেলা নিয়ে গঠিত। নতুন প্রস্তাবে সোনারগাঁ উপজেলার সঙ্গে এই আসনে যুক্ত করা হয়েছে বন্দর উপজেলার পাঁচটি ইউনিয়ন।

এ ছাড়া নারায়ণগঞ্জ-৪ আসনের সীমানাও পরিবর্তন করতে চাচ্ছে ইসি। এই আসন গঠিত ফতুল্লা থানার পাঁচটি ইউনিয়ন এবং সিদ্ধিরগঞ্জ থানাধীন সিটি করপোরেশনের ১০টি ওয়ার্ড নিয়ে। এখন তা ফতুল্লা থানার পাঁচটি ও সদর থানার দুটি ইউনিয়ন নিয়ে গঠন করার প্রস্তাব দেওয়া হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন