ইসিকে প্রবাসীদের ভোটাধিকারের জন্য পদক্ষেপ নিতে বলল এনসিপি

ঢাকা পোষ্ট প্রকাশিত: ৩০ জুলাই ২০২৫, ১৯:২০

প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কাছে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। প্রবাসী ভোটারদের ব্যাপারে আরও তথ্য সংগ্রহ করতে নির্বাচন কমিশনকে সুপারিশ করেছে দলটি।


বুধবার (৩০ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে সিইসির সঙ্গে বৈঠক করে এনসিপি। বৈঠকে দলটির যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ, যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা এবং এনসিপি গ্লোবাল কোঅর্ডিনেটর তারিক আদনান মুন উপস্থিত ছিলেন। 


এনসিপির যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ বলেন, ভোটাধিকার নিয়ে আমাদের সঙ্গে প্রবাসী বাংলাদেশিরা যোগাযোগ করছেন। প্রবাসীরা উষ্মা প্রকাশ করছেন তাদের ভোটাধিকারের নিশ্চয়তা নিয়ে। প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস বলেছেন, প্রবাসীদের ভোটাধিকার প্রতিষ্ঠা করতে হবে। কিন্তু নির্বাচন কমিশন থেকে কোনো আপডেট মিলছে না। কিছু রাজনৈতিক দলের কিছু নেতা বলেছেন, যারা প্রবাসীরা আছেন, তারা ভোট দিতে পারবেন কিনা সেটা নিয়ে সংশয় আছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও