যান্ত্রিক ত্রুটির কবলে পড়া বিমান শারজাহ থেকে ফিরল ৬ ঘণ্টা দেরিতে

বিডি নিউজ ২৪ সংযুক্ত আরব আমিরাত প্রকাশিত: ৩০ জুলাই ২০২৫, ১৫:১৬

সংযুক্ত আরব আমিরাতের শারজাহ বিমানবন্দরে যান্ত্রিক ত্রুটির কবলে পড়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি নির্ধারিত সময়ের ৬ ঘন্টা পরে ঢাকায় পৌঁছেছে।


বুধবার সকাল সাড়ে ৮টায় পৌঁছানোর কথা থাকলেও, দুপুর দেড়টার দিকে ফ্লাইটটি (বোয়িং ৭৩৭) শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বলে জানিয়েছেন বিমানের জনসংযোগ কর্মকর্তা খান সাদি।


এই উড়োজাহাজটি দিয়েই ঢাকা থেকে ব্যাংকক ফ্লাইট পরিচালনা করার কথা ছিল। কিন্তু শারজায় দেরি হওয়ার কারণে ব্যাংকক ফ্লাইটটিও কিছুটা পিছিয়ে যায়।


সাদি বলছেন, শারজায় বিলম্বের কারণ এখনো তারা জানতে পারেননি। তবে এই বোয়িং ৭৩৭ উড়োজাহাজটি দিয়েই দুপুর আড়াইটায় ব্যাংকক ফ্লাইট পরিচালনা করা হচ্ছে।


বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের দুবাই প্রতিনিধি জানিয়েছেন, শারজাহ থেকে ঢাকামুখী যাত্রীরা প্রায় ৬ ঘন্টা ধরে বিমানের ভিতরেই আটকে ছিলেন। যান্ত্রিক ক্রুটি সমাধান করে দুই দফা ঢাকার উদ্দেশে বিমানটি উড্ডয়নের চেষ্টা করেও ব্যর্থ হয়। অবশেষে তৃতীয় দফায় বিমানটি উড্ডয়ন করতে সক্ষম হয়।


ফ্লাইটে থাকা ঢাকার এক প্রবাসী বলেন, স্থানীয় সময় রাত ১টা ১৫ মিনিটে তাদের মূল ফ্লাইটটি ছিল। তারা বোর্ডিং পাস পেয়ে সময়মতই উড়োজাহাজে ওঠে বসে ছিলেন। প্রথমে বিমানের ফ্লাইটটি এক ঘন্টা বিলম্ব হয়।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও