সুনামি: জাপান সরাচ্ছে ১৯ লাখ মানুষ, ঢেউয়ে লণ্ডভণ্ড রুশ বন্দর

বিডি নিউজ ২৪ জাপান প্রকাশিত: ৩০ জুলাই ২০২৫, ১৫:১৪

রাশিয়ার কামচাটকা উপকূলে ৮ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর প্রশান্ত মহাসাগর তীরবর্তী অনেক দেশে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।


জাপান, রাশিয়া, যুক্তরাষ্ট্র, চীন, ইন্দোনেশিয়া, নিউ জিল্যান্ড, পেরু ফিলিপিন্স ও মেক্সিকোসহ বিভিন্ন দেশের কর্তৃপক্ষ এরই মধ্যে তীর সংলগ্ন ও নিচু এলাকার লোকজনকে উঁচু এলাকায় স্থানান্তর কিংবা অন্যত্র নিরাপদ আশ্রয়ে সরে যেতে বলেছে।


জাপান, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের কিছু কিছু এলাকায় এরই মধ্যে সুনামির ঢেউ আঘাত হানতে শুরু করেছে, কোথাও কোথাও আরও পরে আঘাত হানবে, এ কারণে সাগরের ঢেউ ও এর উচ্চতার দিকে বিভিন্ন দেশের আবহাওয়া বিভাগ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিবিড় নজর রাখছে।


জাপান তীর সংলগ্ন ১৯ লাখ লোককে নিরাপদ আশ্রয়ে সরে যেতে নির্দেশ দিয়েছে, সুনামির ঢেউ একদিনের বেশি সময় ধরে আছড়ে পড়তে পারে বলে দেশটির কর্তৃপক্ষ বাসিন্দাদের সতর্ক করেছে বলেও জানিয়েছে বিবিসি।


দেশটিতে উত্তর উপকূলে ৪০ সেন্টিমিটার (প্রায় দেড় ফুট) উঁচু ঢেউ আছড়ে পড়তে দেখা গেছে। এই উচ্চতা তিন ফুট পর্যন্ত উঠে যেতে পারে বলেও সতর্ক করেছে আবহাওয়া বিভাগ।


দেশটির অনেককে উঁচু উঁচু সব ভবনের ছাদে আশ্রয় নিতে দেখা যাচ্ছে। ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে কর্মীদের সরিয়ে নেওয়া হয়েছে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও