You have reached your daily news limit

Please log in to continue


তিস্তা নদীর পানি বিপৎসীমার ওপরে, নিচু এলাকা প্লাবিত

উজান থেকে নেমে আসা ঢলের কারণে তিস্তা নদীর পানি দ্রুত বাড়ছে।

মঙ্গলবার রাত ৯টার দিকে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ডালিয়া পয়েন্টে তিস্তার পানি বিপৎসীমার ৫ সেন্টিমিটার ওপরে রেকর্ড করার তথ্য দিয়েছে পানি উন্নয়ন বোর্ড।

বোর্ডের তথ্য বলছে, ওই সময় ডালিয়া পয়েন্টে নদীর পানি ৫২ দশমিক ২০ মিটার উচ্চতায় প্রবাহিত হচ্ছিল। বিপৎসীমা ধরা হয় ৫২ দশমিক ১৫ মিটার।

পানি উন্নয়ন বোর্ড লালমনিরহাটের নির্বাহী প্রকৌশলী শুনীল কুমার বলেন, “উজান থেকে পানি আসায় নদীর পানি বাড়ছে। আমরা পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছি। নদী তীরবর্তী এলাকায় সতর্কবার্তা পৌঁছে দেওয়া হয়েছে।”

স্থানীয়রা বলছেন, পানি বাড়ার কারণে তিস্তার তীরবর্তী চর ও নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে। ইতোমধ্যে হাতীবান্ধার নদী তীরবর্তী এলাকাগুলোতে পানি ঢুকতে শুরু করেছে। চরাঞ্চলের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে মানুষজন নৌকা ও ভেলায় চলাফেরা করছেন।

তিস্তাপাড়ের বাসিন্দারা বলেন, উজানে ভারি বৃষ্টিপাতের কারণে নদীতে পানি বাড়ছে। এতে নিচু এলাকা প্লাবিত হয়ে অনেকেই পানিবন্দি হয়ে পড়েছেন। পুকুরের মাছ ভেসে যেতে শুরু করেছে। ক্ষতির মুখে পড়েছে আমন চাষ ও অন্যান্য ফসল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন