You have reached your daily news limit

Please log in to continue


ইসলামি দলগুলোর একটি ভোটের বাক্সের লক্ষ্যে কাজ করে যাচ্ছি: চরমোনাই পীর

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাইর পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, ‘ইসলামি দলগুলোর যেন একটি ভোটের বাক্স হয়, আমরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। সেই কাজ অনেক দূর অগ্রসর হয়েছে, ইনশা আল্লাহ।’

প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচার, সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে মঙ্গলবার বিকেলে ঝিনাইদহ শহরের পায়রা চত্বরে অনুষ্ঠিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম এসব কথা বলেন।

সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, ১৯৮৭ সালে দলটি প্রতিষ্ঠার পর হাতপাখা প্রতীকের কোনো প্রার্থী সংসদ সদস্য হতে পারেননি। কারণ, ইসলামী আন্দোলন বাংলাদেশ কারও স্বার্থে কখনো ব্যবহার হয়নি। তিনি বলেন, দুনিয়াতে শান্তি ও আখিরাতে মুক্তির একমাত্র পথ হচ্ছে ইসলাম। তাই আগামীতে ইসলামকে রাষ্ট্রক্ষমতায় নিয়ে আসতে হবে। প্রয়োজনীয় সংস্কার ছাড়া নির্বাচন অনর্থক হবে বলেও তিনি মন্তব্য করেন। সংস্কার কমিশনকে তিনি পিআর পদ্ধতি বাস্তবায়নের দাবি জানান।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন