You have reached your daily news limit

Please log in to continue


তিন বছর পর স্পেনের মাঠে খেলবেন রোনালদো

এক সময় স্পেনই ছিলো ক্রিশ্চিয়ানো রোনালদোর ঠিকানা। রিয়াল মাদ্রিদের থাকার সময় স্পেনের মাঠগুলো ছিলো রোনালদোর হাতের তালুর মতন চেনা। তার বহু সাফল্য এসেছে স্পেনে। ইউরোপের অন্য ক্লাবে খেলার সময় স্পেলে খেলেছেন তিনি। তবে সৌদি প্রো লিগে যাওয়ার পর আর সেদেশে খেলেননি তিনি। এবার  আল নাসরের হয়ে প্রাক-মৌসুম প্রীতি ম্যাচ এনে দিয়েছে সে সুযোগ।

নতুন মৌসুম শুরুর আগে আল নাসর প্রীতি ম্যাচে স্পেনের আলমেরিয়ার মুখোমুখি হবে। সেই ম্যাচে থাকবেন বিশ্বের অন্যতম সেরা এই ফুটবল তারকা।

আল নাসর ফিফা ক্লাব বিশ্বকাপে জায়গা না পেলেও প্রাক-মৌসুমে ব্যস্ত সময় পার করছে।  হোর্হে জেসুসের দল ২০২৫-২৬ মৌসুমের জন্য প্রস্তুতি নিতে অস্ট্রিয়া, ইংল্যান্ড এবং স্পেনে যাচ্ছে, এই ঠাসা সূচি রোনালদোকে আবারও স্পেনে খেলার সুযোগ করে দেবে। যেখানে তিনি রিয়াল মাদ্রিদের হয়ে নয় বছর খেলেছেন।

এই সফরে আল-নাসর ১০ আগস্ট স্পেনের ইউডি আলমেরিয়া স্টেডিয়ামে ম্যাচ খেলবে। দক্ষিণ স্পেনের এই ভেন্যুতে রোনালদো অপরিচিত নন; পর্তুগিজ এই সুপারস্টার তার রিয়াল মাদ্রিদের দিনগুলিতে ইউডি আলমেরিয়া স্টেডিয়ামে চার ম্যাচে চারটি গোল করেছিলেন।

রোনালদো সর্বশেষ ২০২২ সালে স্পেনের মাটিতে খেলেছিলেন। তার তখনকার ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড ইউরোপা লিগে রিয়াল সোসিয়েদাদের মুখোমুখি হয়েছিলো। স্পেনে আবার রোনালদোকে খেলতে দেখার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত তার সেখানকার ভক্তরা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন