
মার্কিন শুল্ক: বোয়িং কেনার ছায়া কি এবারের দর কষাকষিতে পড়বে
বাংলাদেশি পণ্যে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প যে অতিরিক্ত শুল্ক আরোপ করেছেন, তা নিয়ে দর কষাকষি করতে মঙ্গলবার মার্কিন প্রশাসনের সঙ্গে বসতে যাচ্ছে বাংলাদেশের প্রতিনিধি দল।
তাদের সঙ্গে বসার আগে অবশ্য বেশ কিছু পদক্ষেপ নিয়েছে ঢাকা। সবশেষ সিদ্ধান্ত হিসেবে মার্কিন কোম্পানি বোয়িংয়ের কাছ থেকে ২৫ উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার।
এর আগে ছয় শতাধিক মার্কিন পণ্যে শুল্কছাড় দেওয়ার পাশাপাশি যুক্তরাষ্ট্র থেকে আরও তেল, গম ও তুলা কেনার কথা জানায় ঢাকা।
কিন্তু এসব সিদ্ধান্তের প্রভাব মঙ্গলবারের আলোচনায় কতটুকু ইতিবাচক প্রভাব ফেলবে, সেই প্রশ্ন সামনে এসেছে।
বিশ্লেষকরা বলছেন, মার্কিন শুল্ক কতটুকু কমবে, তার চেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী দেশগুলোর ওপর শেষমেশ কতটুকু শুল্ক বহাল থাকবে?
বিশ্ব ব্যাংকের ঢাকা অফিসের সাবেক প্রধান অর্থনীতিবিদ জাহিদ হোসেন বলেন, “এটি বুঝতে হলে ভারত, পাকিস্তান, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া ও চীনের উপর কত হারে শুল্ক আরোপ হয়, সেটা আগে দেখতে হবে।”