
ভারতের ম্যাচে পাকিস্তানের জার্সি গায়ে থাকা দর্শককে হেনস্তার অভিযোগ
ইংল্যান্ড-ভারতের ওল্ড ট্র্যাফোর্ড টেস্টে পাকিস্তানের জার্সি গায়ে গ্যালারিতে থাকা এক দর্শককে হেনস্তার অভিযোগ উঠেছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, নিরাপত্তাকর্মীরা ওই দর্শককে বারবার বলছেন, গায়ে থাকা পাকিস্তানের জার্সি ঢেকে ফেলতে। ঘটনা স্বীকার করে তদন্তের ঘোষণা দিয়ে ল্যাঙ্কাশায়ার ক্রিকেট ক্লাব।
নিরাপত্তাকর্মীদের সঙ্গে আলাপচারিতার অনেকটুকুই ভিডিও রেকর্ড করেছেন ফারুক নাজার নামের ওই দর্শক। সামাজিক মাধ্যমে তীব্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে এই ঘটনা।
ভিডিওতে দেখা যায়, ওই দর্শক বলছেন, “আমাকে পাকিস্তানি শার্ট ঢেকে ফেলতে হবে! আপনি কে?” প্রেম সিং রামের ওই নিরাপত্তাকর্মী জানান, তিনি ল্যাঙ্কাশায়ার ক্রিকেট ক্লাবের হয়ে কাজ করেন এবং জার্সি ঢাকতে বলার এই নিদের্শনা পেয়েছেন তিনি কর্তৃপক্ষের কাছ থেকে। ওই দর্শক তখন বলেন, নিদের্শনার কোনো লিখিত দলিল যেন দেখানো হয়।
ভিডিওতে দেখা যায়, পরে আরও কজন নিরাপত্তাকর্মী এসে ওই দর্শককে আবার বলছেন জার্সি ঢেকে রাখতে। একজনকে এরকম বলতে শোনা যায়, “… এটিকে জাতীয়তাবাদী বিবেচনা করা হতে পারে।” ওই দর্শক বলছিলেন, “আমার গর্বের দেশের জার্সি এটি, আপনারা কেন ঢেকে রাখতে বলছেন? সবাই নিজ নিজ দেশের প্রতিনিধিত্ব করছে, আমি কেন এটা ঢেকে রাখব!”
নিরাপত্তাকর্মীরা তখন তাকে অনুরোধ করেন গ্যালারি থেকে দূরে সরে আলোচনা করতে। ওই দর্শক তাতে রাজি না হয়ে বলেন, “আমাকে জোর করে নিয়ে যান… কারণ সবকিছুই রেকর্ড করা হচ্ছে।” ওই দর্শক এক পর্যায়ে বলেন, “সবাই রেকর্ড করে রাখবেন দয়া করে। তারা আমাকে নিয়ে যাচ্ছে কোনো কারণ ছাড়াই, কারও ক্ষতি করিনি আমি।”