You have reached your daily news limit

Please log in to continue


সংস্কার শেষ না হওয়া পর্যন্ত দেশে কোনো নির্বাচন হবে না: নাহিদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘গণ–অভ্যুত্থানের পরে সামনে যে নির্বাচন আসছে, মৌলিক সংস্কারের পর আমরা সেই নির্বাচনে অংশগ্রহণ করতে চাই। এখন যাঁরা নির্বাচন নির্বাচন করছেন, শেখ হাসিনা ক্ষমতায় থাকলে আরও চার বছর অপেক্ষা করতে হতো। সংস্কার শেষ না হওয়া পর্যন্ত এ দেশে কোনো নির্বাচন হবে না।’

আজ সোমবার (২৮ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে এনসিপি জামালপুর জেলা শাখার আয়োজনে পৌর শহরের ফৌজদারি মোড়ে পথসভায় নাহিদ এ কথা বলেন।

নাহিদ বলেন, ‘সংস্কার ও নতুন সংবিধান আমাদের গণ–অভ্যুত্থানের অন্যতম দাবি। ফলে সংস্কারের মাধ্যমে পুরোনো আইনগুলো পরিবর্তন করতে হবে এবং প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। যাতে বাংলাদেশে কখনোই আর নির্বাচন কমিশন দলীয়করণ না হয়, বাংলাদেশের পুলিশ দলীয়করণ না হয়, বাংলাদেশের প্রশাসন ও বিচারব্যবস্থা দলীয়করণ না হয়। একটা নিরপেক্ষ পুলিশব্যবস্থা চাই, নিরপেক্ষ প্রশাসন চাই, নিরপেক্ষ বিচারব্যবস্থা চাই এবং নিরপেক্ষ নির্বাচন কমিশন চাই।’  

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন