ম্যাচসেরা হয়েও মন খারাপ স্টোকসের

ঢাকা পোষ্ট প্রকাশিত: ২৮ জুলাই ২০২৫, ১০:৪৬

পর পর দুই টেস্টে ম্যাচ সেরা হয়েছেন বেন স্টোকস। লর্ডসে ম্যাচ সেরা হয়ে যতটা আনন্দ পেয়েছিলেন, ম্যানচেস্টারে যেন ততটাই হতাশ হয়েছেন ইংল্যান্ডের অধিনায়ক। কারণ অবশ্য একটাই, এবার ম্যাচ জিততে পারেনি তার দল। অনেক চেষ্টা করেও ভারতকে হারাতে পারেনি তারা। এ কারণে মন খারাপ স্টোকসের। এমনকি তার কাছে এই পুরস্কারের কোনো মূল্যই নেই।


ভারতের প্রথম ইনিংসে বল হাতে ৫ উইকেট ও পরে ব্যাট হাতে সেঞ্চুরির জন্য ম্যাচ সেরা হয়েছেন স্টোকস। পুরস্কার নিতে গিয়ে তিনি বলেন, ‘একজন অলরাউন্ডারের কাছে আসল গুরুত্ব পায় খেলার ফল। যদি জিততে পারতাম, তাহলে এই পুরস্কারের গুরুত্ব ছিল। জিততে পারিনি। ফলে এর কোনো দাম নেই। আমরা অনেক চেষ্টা করেছি। কিন্তু ভারতকে হারাতে পারিনি।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও