কোডিংয়ের দৌড়ে এখনও এআইকে টেক্কা দিচ্ছে মানুষ

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২৭ জুলাই ২০২৫, ১৪:০২

চাকরির বাজার দখলে নেবে এআই’-এ চিন্তায় যখন অনেকেরই মাথায় হাত ঠিক এমন সময়ে এআইয়ের সক্ষমতা সম্পর্কে নতুন বার্তা দিল কোডিং প্রতিযোগিতা ‘অ্যাটকোডার ওয়ার্ল্ড ট্যুর ফাইনালস ২০২৫’। যেখানে এক পোলিশ কোডার ওপনেএআইয়ের প্রতিযোগীকে অল্পের জন্য হারিয়ে দেন।


চলতি মাসের শুরুর দিকে টোকিওতে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় জয়ী হওয়ার পর অনলাইনে সাইহো নামে পরিচিত প্রেজেমিস্লাও ডেমবিয়াক বলেন, “আমি হয়তো সর্বশেষ মানুষ হিসাবে এই মর্যাদাপূর্ণ প্রতিযোগিতা জয়ী হলাম, কারণ, প্রযুক্তি এখন অবিশ্বাস্য গতিতে এগোচ্ছে।”


তিনি বলেন, “প্রতিযোগিতার আগে আমি টুইট করেছিলাম ‘লিভ বাই দ্য সোর্ড, ডাই বাই দ্য সোর্ড।’ আমি এআই তৈরিতে সাহায্য করেছি এবং ম্যাচের পরাজিত ব্যক্তি আমিই হতে পারতাম। যদিও আপাতত জিতেছি, অন্তত এখন পর্যন্ত।”


অ্যাটকোডার এর ইউরিস্টিক বিভাগে বিশ্ব র‌্যাংকিংয়ের ভিত্তিতে আমন্ত্রিত ১১ জন মানব প্রতিযোগী এবং ওপেনএআইয়ের ডিজাইন করা একটি কোডিং অ্যালগরিদম অংশ নেয় বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান।


ওপেনএআইয়ের অ্যালগরিদমটি দ্বিতীয় স্থান অর্জন করে, বিজয়ী সাইহোর স্কোরের চেয়ে সাড়ে নয় শতাংশ পিছিয়ে। ওপেনএআইয়ের সিইও স্যাম অল্টম্যান টুইট করে তাকে অভিনন্দন জানিয়েছেন।


১০ ঘণ্টা ধরে চলা এই প্রতিযোগিতায় একটি জটিল অপ্টিমাইজেশন সমস্যা সমাধান করতে হয়েছে। এই ধরনের সমস্যার একটি উদাহরণ হলো “ট্রাভেলিং সেলসপার্সন প্রবলেম” যেখানে একজন সেলসপার্সনকে একাধিক শহর একবার করে ঘুরে আসার জন্য সবচেয়ে সংক্ষিপ্ত রুট নির্ধারণ করতে হয়।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও