শিশু-কিশোর সন্তান কি হঠাৎ অবাধ্য হয়ে রাগ দেখাচ্ছে? দেখুন তো এসব কারণে কি না

প্রথম আলো প্রকাশিত: ২৭ জুলাই ২০২৫, ১৩:৫৯

মায়ের সঙ্গেই বেশির ভাগ সন্তানের আহ্লাদ, আবদার আর অভিমানের সম্পর্ক। তাই কখনো কখনো মায়ের সঙ্গে রাগও বেশি দেখায় সন্তানেরা। তবে কিছু শিশুর বেলাও দেখা যায়, পরিবারের অন্যদের সঙ্গে স্বাভাবিক আচরণ করলেও মায়ের সঙ্গে জেদ করছে, অবাধ্য হয়ে পড়ছে। কেন এমন করে?


মায়ের ওপর ভীষণ বিরক্ত তিনা (ছদ্মনাম)। মা কিছু বলতে গেলেই ১২ বছর বয়সী মেয়েটা রেগে যায়, কথা শুনতে চায় না। অথচ বছরখানেক আগেও মা বলতে পাগল ছিল। কেন এ পরিবর্তন? তিনার মা জানান, তাঁর মেয়ের এমন আচরণের শুরু সাত কি আট মাস আগে। কয়েক মাস আগে তিনার একটা ছোট ভাই হয়েছে। ভাই হওয়ার পর তিনার জেদ আরও বেড়েছে। মা অনেক চেষ্টা করেন মেয়ের বিরক্তি কাটাতে। এ জন্য পছন্দের খাবারদাবার কিনে দেন, খেলনা কিনে দেন, আদর করেন—কিন্তু কোনো লাভ হয় না। দিন দিন মায়ের সঙ্গে মেয়ের রাগ, জেদ বাড়ছে। অবাধ্য হয়ে পড়ছে।


তিনার মাকে বললাম, মেয়েটা মূলত মানসিক চাপে আছে। এত দিন পরিবারে সে একা ছিল। ভাইয়ের জন্মের পর নিজের গুরুত্ব কম মনে করছে। মায়ের মনোযোগ আগের মতো না পাওয়ার বিষয়গুলো তার মনে অনেক চাপ সৃষ্টি করেছে। নিজেকে সে অনিরাপদ মনে করছে। ফলে দেখা দিচ্ছে প্রতিক্রিয়া। একে বলে ‘সিবলিং রাইভালরি ডিজঅর্ডার’।


মায়ের সঙ্গে এই আবেগের প্রকাশ কি অস্বাভাবিক


১. প্রথমত, গুরুত্বপূর্ণ কারণটি হলো ‘অ্যাটাচমেন্ট’। শিশুর জন্মের পর থেকে তার প্রাথমিক পরিচর্যাকারীর (সাধারণত মা-ই হন, তবে বাবা, দাদি, নানি বা অন্য কেউ হতে পারেন) সঙ্গে মানসিক ও আবেগময় সংযুক্তি গঠিত হয়। সেই হিসেবে মা-ই হন তার নিরাপত্তার কেন্দ্রস্থল। কারণ, মায়ের মাধ্যমেই তাদের খাবার, ঘুম, যত্ন নিশ্চিত হয়। তাই তারা মায়ের গন্ধ শুঁকে, মাকে দেখে নিরাপদ অনুভব করে। মাকে না দেখলে চিৎকার–চেঁচামেচি করে।



২. শিশুরা তাদের মানসিক বিকাশের স্বাভাবিক আচরণ হিসেবে রাগ দেখাতে পারে, আবেগ প্রকাশ করতে এবং তাদের স্বাধীনতা জাহির করতে শেখে। রাগ একটা স্বাভাবিক আবেগ। কখনো মায়ের মনোযোগ আকর্ষণের জন্যও শিশুরা রাগ, জেদ দেখাতে পারে।


৩. বিকাশের বিভিন্ন পর্যায়, বিশেষত শিশু থেকে কিশোর বয়সে পা রাখা সন্তানেরা মতামত প্রকাশ, নিজের স্বাধীনতাবোধ, নিজস্বতা, মনোযোগ আকর্ষণসহ বিভিন্ন কারণে মায়ের অবাধ্য হতে পারে। কারণ, তাদের অবচেতন মন জানে, মা-ই তাদের নিরাপদ আশ্রয়, মায়ের কাছেই আবদার-অনুযোগ করা যায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও