You have reached your daily news limit

Please log in to continue


পাকিস্তান সিরিজে টিকিট বিক্রি থেকে কত টাকা পেল বিসিবি

পাকিস্তানের বিপক্ষে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে জিতেছে বাংলাদেশ। এ সিরিজের প্রতিটি ম্যাচেই গ্যালারি ছিল কানায় কানায় পরিপূর্ণ। ফলে টিকিট বিক্রি থেকে বেশ বড় অঙ্কের আয় হওয়ার কথা বিসিবির। তবে ঠিক কত টাকার টিকিট বিক্রি হয়েছে সে বিষয়ে এখনো চূড়ান্ত কিছু জানা যায়নি।

গুঞ্জন রয়েছে, পাকিস্তানের বিপক্ষে সদ্য সমাপ্ত সিরিজে ৩ কোটি টাকার মতো টিকিট বিক্রি করেছে বিসিবি। বিষয়টির সত্যতা জানতে বিসিবির একজন পরিচালকের সঙ্গে যোগাযোগ করা হয়। জবাবে তিনি ঢাকা পোস্টকে বলেন, ‘এখনো ফাইনাল কোনো কিছু হয়নি। নিশ্চিত হলে জানাতে পারব।’

তিনি আরো বলেন,  ‘কে কি আগেই বলে দিয়েছে এ বিষয়ে আমি কিছু জানি না। আমি জানবো কখন, যখন বোর্ডের কাগজে আসবে, মিটিংয়ে বলা হবে। এখন হিসাব চলছে। কতগুলো টিকিট কমপ্লিমেন্টারি ছিল, অফলাইনে কেমন বিক্রি হয়েছে সব হিসাব শেষে অডিট করার পর চূড়ান্ত হিসাব পাওয়া যাবে। টিকিট কমিটি এখনো কিছু সাবমিট করেনি।’

সিরিজের শেষ ম্যাচ থেকে পাওয়া টিকিট বিক্রির অর্থের পুরোটা মাইলস্টোন দুর্ঘটনায় আহতদের চিকিৎসায় দেওয়ার ঘোষণা দিয়েছে বিসিবি। এনএসসির অংশ, টিকিট ছাপানোর খরচ বাদে লভ্যাংশ সেই খাতে দেবে ক্রিকেট বোর্ড।

পাকিস্তান সিরিজ শেষে আপাতত বিশ্রামে ক্রিকেটাররা। এশিয়া কাপের আগে কোনো আন্তর্জাতিক সিরিজ না থাকলেও আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস বা নেপালের সাথে সিরিজ আয়োজনের জন্য বিসিবি চেষ্টা করবে বলে জানা গেছে। অবশ্য সবকিছু এখনও আলোচনার পর্যায়েই আছে। সময় স্বল্পতার কারণে দ্রুত সিদ্ধান্ত নেয়া সম্ভব না হলে আলোর মুখ না-ও দেখতে পারে কোনো সিরিজ। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন