উত্তরার সেক্টর-৪ এলাকায় শুটিং কার্যক্রম নিয়ে তৈরি হওয়া অচলাবস্থার অবসান হতে চলেছে। শুটিংয়ের কারণে জনদুর্ভোগের অভিযোগ এনে সম্প্রতি শুটিং হাউসগুলোতে ভাড়া না দেওয়ার আহ্বান জানায় উত্তরা কল্যাণ সমিতি।
তবে নির্মাতা, শিল্পী এবং ডিরেক্টরস গিল্ডের প্রবল আপত্তির মুখে সংস্থাটি তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে বাধ্য হয়।
শনিবার বিকেলে উভয় পক্ষের মধ্যে একটি যৌথ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, যেখানে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পাশাপাশি কিছু শর্ত আরোপের বিষয়েও সিদ্ধান্ত আসতে পারে।