
১ অগাস্ট ২০২৫ পর্যন্ত রাশিফল
রাশি অনুযায়ী এই সপ্তাহ কেমন যেতে পারে জেনে নিন।
পাশ্চাত্য রাশিচক্রমতে চন্দ্র ও অন্যান্য গ্রহগত অবস্থানের ওপর ভিত্তি করে চলতি সপ্তাহের বিভিন্ন রাশির জাতক জাতিকাদের নানান বিষয়ের শুভাশুভ পূর্বাভাস ও সতর্কতা জানাচ্ছেন জ্যোতিষশাস্ত্র বিশেষজ্ঞ ড. গোলাম মাওলা।
মেষ রাশি (২১ মার্চ – ১৯ এপ্রিল) সপ্তাহের শুরুতে এ সময় ভালোবাসার জীবনে চমকপ্রদ মসলার স্বাদ অনুভব করতে পারেন। আবেগের দিক থেকে খুব একটা স্থিতিশীল থাকবেন না। কাজেই অন্যদের সামনে কীভাবে ব্যবহার করবেন সে বিষয়ে সতর্ক থাকুন। সপ্তাহের মাঝদিকে সব কলহ ভুলে জীবনে আবার সঙ্গী ফিরে আসবে। আর ভালোবাসা দিয়ে আলিঙ্গন করবে। তখন সত্যিই উত্তেজনাপূর্ণ মুহূর্ত হবে। সপ্তাহের শেষদিকে রক্তচাপের রোগীরা ভিড় বাসে চড়ার সময় স্বাস্থ্যের যত্ন নিন। রাস্তায় থাকার সময় বেপরোয়া গাড়ি চালানো ও ঝুঁকি নেওয়া উচিত নয়।
বৃষ রাশি (২০ এপ্রিল – ২০ মে) সপ্তাহের শুরুতে যারা সম্পদ কেনাবেচা করেন তারা ভালো ফল পেতে পারেন। ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের সদস্যদের মাঝে খুশি খোঁজার চেষ্টা করুন। সামাজিক যোগাযোগ মাধ্যমে একে অপরকে কতটা প্রেম করেন তা বুঝতে পারবেন। সপ্তাহের মাঝদিকে ফেইসবুকে কারও দেওয়া তথ্য বিভ্রান্তিতে ফেলতে পারে। স্বাস্থ্যগত সমস্যার কারণে আবেগময় অবস্থাকে ওঠানামা করতে দেখা যায়। সপ্তাহের শেষদিকে ব্যবসায়ে ভালো খবর পেতে পারেন। তবে আর্থিক ব্যাপারে চাপ থাকতে পারে। সঙ্গী বিচলিত হতে পারে যদি তার প্রতি যথেষ্ঠ মনোযোগ না দেন।
মিথুন রাশি (২১ মে – ২০ জুন) সপ্তাহের শুরুতে একজন শিল্পী হয়ে থাকলে অনুষ্ঠানের জন্য চুক্তিবদ্ধ হতে পারেন। যে কোনো চুক্তি সম্পাদনের জন্য বিশেষ শুভ সময়। কোনো বন্ধু ধৈর্য্য শক্তির পরীক্ষা নিতে পারে। প্রত্যেক সিদ্ধান্তে বিচক্ষণ হওয়া উচিত। সপ্তাহের মাঝদিকে ভালোবাসার সঙ্গীর সামাজিক যোগাযোগ মাধ্যমের কয়েকটি স্ট্যাটাস পরীক্ষা করে দেখুন, একটি সুন্দর সারপ্রাইজ পেতে পারেন। প্রেম এবং ভালোবাসা আপনাকে এক খুশির মেজাজে রাখবে। সপ্তাহের শেষদিকে কাজের জায়গায় ওপরওয়ালার চাপ ও ঘরে মতভেদ কিছু চাপ আনতে পারে, যা কাজে মনোনিবেশ করতে উপদ্রব করবে।
কর্কট রাশি (২১ জুন – ২২ জুলাই) সপ্তাহের শুরুতে নিষ্ঠা ও কঠোর পরিশ্রম দৃষ্টিগোচর হবে আর আর্থিক পুরষ্কার নিয়ে আসতে পারে। আত্মীয়দের কাছে ছোট সফর ক্লান্তিকর দৈনিক কাজের সূচীর থেকে আরাম আনবে। সপ্তাহের মাঝদিকে ঘরে অন্যদের অসন্তুষ্ট করা উচিত হবে না। আর পারিবারিক প্রয়োজনের সঙ্গে নিজেকে মানিয়ে নিলে ভালো হবে। সপ্তাহের শেষদিকে হৃদস্পন্দন সঙ্গীর সঙ্গে ছন্দ মিলিয়ে প্রেমের সংগীতে মেতে উঠবে। যখন সঙ্গীর সঙ্গে বাইরে যাবেন তখন নিজের উপস্থিতি ও আচরণে প্রকৃত হন।
সিংহ রাশি (২৩ জুলাই – ২২ অগাস্ট) সপ্তাহের শুরুতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হতে পারে যা মানসিক ও স্নায়ুবিক চাপের সৃষ্টি করবে। নিজের সৃজনশীলতা বের করতে চেস্টা করুন। দীর্ঘ সময় স্থগিত বকেয়া পাওনাগুলো শেষ পর্যন্ত পুনরুদ্ধার করা যাবে। সপ্তাহের মাঝদিকে প্রতিবেশীর মাধ্যমে উপকার পেতে পারেন। মানুষেরা প্রশংসাসূচক মন্তব্য করবেন। যা আপনি সবসময় শুনতে চেয়েছেন। সপ্তাহের শেষদিকে একজন পুরানো বন্ধুর পরামর্শে ব্যবসায়িকভাবে লাভ অর্জন হতে পারে। এ সময়ে জমি বা অন্য কোনো সম্পদে বিনিয়োগ করতে পারেন।
কন্যা রাশি (২৩ অগাস্ট – ২২ সেপ্টেম্বর) সপ্তাহের শুরুতে নিজের ভুলের জন্য নানান দিক থেকে অপব্যয় হতে পরে। অত্যাধিক দুশ্চিন্তা মানসিক শান্তি বিঘ্নিত হতে পারে। সৃজনশীলতা প্রতিভা সঠিকভাবে ব্যবহার করলে লাভজনক প্রমাণিত হতে পারে। সপ্তাহের মাঝদিকে অন্যের কথা কেন বিশ্বাস করবেন, নিজেই পর্যবেক্ষণ করুন আর অনুভব করুন যে, না চাইতেই পাওনা আদায় হতে পারে। মিষ্টি ব্যবহারে মানুষের মন জয় করতে পারেন। সপ্তাহের শেষদিকে সঙ্গীর হৃদয় জয় করতে সক্ষম হবেন। নিজের সম্বন্ধে ভালো কিচু করার চমৎকার সময়। আত্মীয় ও সহকর্মীদের কাছ থেকে যথেষ্ঠ সমর্থন পেতে পারেন।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর – ২২ অক্টোবর) সপ্তাহের শুরুতে সীমাহীন সৃজনশীলতা ও উদ্যম আরেকটি লাভজনক সময়ের দিকে নিয়ে যাবে। টাকা পয়সা লাভ প্রত্যাশা মাফিক হবে না। বিলাসিতায় বাজে খরচ করবেন না। সপ্তাহের মাঝদিকে ফেলে রাখা সমস্যাগুলোর দিকে শিগগিরই সমাধান করা প্রয়োজন। আর জানেন যে, আপনাকে কোথাও হতে শুরু করতে হবে। তাই ইতিবাচক ভাবনা ভাবুন আর প্রচেষ্টা শুরু করুন। সপ্তাহের শেষ দিকে রক্ষণশীল বিনিয়োগ করে আরও বেশি অর্থ উপার্জন করত পারেন। তাড়াহুড়া করে সিদ্ধান্ত নেবেন না। বিশেষ করে বড় আর্থিক লেনদেনের ওপর।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর – ২১ নভেম্বর) সপ্তাহের শুরুতে প্রথম থেকেই কর্মক্ষেত্রে উদ্যমশীল থাকতে হবে। যা কর্মক্ষেত্রে রং প্রদর্শন করবে। সামাজিক অনুষ্ঠানে অংশ গ্রহণ করায় সবার কেন্দ্রবিন্দু হয়ে থাকবেন। সপ্তাহের মাঝদিকে সঙ্গীর সঙ্গে বিভিন্ন শপিংমল বা শপিং কমপ্লেক্সে যেতে পারেন। তবে এটি ব্যয়কেও উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে তুলতে পারে। অবশ্যই অপব্যয়ী হওয়া এড়িয়ে যান। সপ্তাহের শেষদিকে এমন পরিবর্তন করুন যা আপনার উপস্থিতিকে উন্নত করে আর সম্ভাব্য সঙ্গীদের আকর্ষণ করে। নতুন ধারণা পরীক্ষামূলকভাবে প্রয়োগের আদর্শ সময়।
ধনু রাশি (২২ নভেম্বর – ২১ ডিসেম্বর) সপ্তাহের শুরুতে একটা আনন্দ সফরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যা আপনার শক্তি ও আবেগকে আবার নতুন করে তুলবে। নিজের সামঞ্জস্যপূর্ণ কঠোর পরিশ্রম এই সময়ে সত্যি ভালো ফল দিতে পারে। এটি একটি অনুকূল সময়। সপ্তাহের মাঝদিকে বয়স্কদের কথা শুনুন। সমস্যাগুলো সমাধান করতে শান্তভাবে ভাবুন। মার্কেটিং এর ক্ষেত্রে যোগদান করার দীর্ঘ আশা বাস্তবায়িত হবে। সপ্তাহের শেষদিকে যদি কেনাকাটা করতে যান তবে বেশি অপব্যয়ী হওয়া এড়িয়ে যান। হাওয়ার প্রাসাদ বানিয়ে সময় নষ্ট করবেন না। বরং উপযুক্ত কাজ করার শক্তি সঞ্চয় করুন।
মকর রাশি (২২ ডিসেম্বর – ১৯ জানুয়ারি) সপ্তাহের শুরুতে সমস্যার মুখোমুখি আপনাকে আতঙ্কিত করে তুলতে পারে। প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। বিজয় আপনারই হবে। পরিবার পরিজনকে নিয়ে দূরে কোথাও বেরিয়ে আসতে পারেন। দূর ভ্রমণে শুভ যোগাযোগ হতে পারে। সপ্তাহের মাঝদিকে কর্মক্ষেত্রে নতুন পরিকল্পনাকে ঘিরে জটিলতা বৃদ্ধি পেলেও সাফল্য সুনিশ্চিত হতে পারে। কাজের পরিবেশে ভালো দিক পরিবর্তন হতে পারে। সপ্তাহের শেষদিকে এমন জায়গাগুলোতে সময় কাটাতে পারেন যেখানে দুর্দান্ত লোকদের সঙ্গে দেখা করার সুযোগ যথেষ্ট। জনহিতকর কাজে যুক্ত হয়ে বিশিষ্ট ব্যক্তির সঙ্গ লাভে গর্বিত হতে পারেন।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি) সপ্তাহের শুরুতে সঙ্গীর সঙ্গে সেরা সময় হতে পারে। নিজেকে একটা চমৎকার পর্যায়ে দেখতে পারেন। সাবধানে চলাফেরা করবেন। দেহে আঘাত লাগার সম্ভাবনা আছে। রাজনৈতিক কোনো ঘটনায় শারীরিক ক্ষতির সম্ভাবনা রয়েছে। সপ্তাহের মাঝদিকে দূর ভ্রমণের শুভ যোগাযোগ হতে পারে। বিশেষ করে শিক্ষা গবেষণা ক্ষেত্রের শিক্ষার্থীরা শুভ ফল পেতে পারেন। কারও বৈদেশিক বাণিজ্যের শুভ যোগাযোগ ঘটতে পারে। সপ্তাহের শেষদিকে শিল্প ক্ষেত্রে বা কর্পোরেট সংস্থায় নিযুক্ত ব্যক্তিদের পদোন্নতির সুযোগ জাগতে পারে। কর্মক্ষেত্রে নিজের দায়িত্ব সম্পর্কে সচেতন থাকা আবশ্যক।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ) সপ্তাহের শুরুতে যাদের হাঁপানী বা হৃদ-দুর্বলতা আছে তাদের বিশেষ কষ্ট হতে পারে। স্বাস্থ্যের প্রতি যত্ন নিন। নিজের বৈবাহিক জীবনের ওপর আসা বিষয়গুলো অবিশ্বাস্য। কেননা স্বামী/ স্ত্রীর থেকে বেশি মনোযোগ পেতে পারেন। সপ্তাহের মাঝদিকে অস্থিরতার অনুভূতি বলহীন করতে পারে। এর হাত থেকে রক্ষা পেতে এক লম্বা পায়চারী করুন। আর সতেজ বাতাসে শ্বাস নিন। যতটা সম্ভব ইতিচাক মনোভাব গ্রহণ করুন। সপ্তাহের শেষদিকে আরও ভালো পেশার সম্ভাবনায় গৃহীত সফর বাস্তবায়িত হতে পারে। যদি বিদেশে কোনো চাকরিতে আবেদন করার কথা ভাবেন তবে সৌভাগ্যপূর্ণ মনে হচ্ছে।
- ট্যাগ:
- লাইফ
- সাপ্তাহিক রাশিফল