
টিম ডেভিডের রেকর্ড সেঞ্চুরিতে সিরিজ জিতল অস্ট্রেলিয়া
শাই হোপের সেঞ্চুরিতে ওয়েস্ট ইন্ডিজ পেল দুইশো ছাড়ানো পুঁজি, রান তাড়ায় নেমে বাজে শুরুতে দিকহারা হয়ে পড়ে অস্ট্রেলিয়া। এরপর ছয়ে নেমে তাণ্ডব শুরু করেন টিম ডেভিড। অস্ট্রেলিয়ার হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্রুততম ফিফটি ও দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়ে জয়ের নায়ক হন তিনি।
সেন্ট কিটসে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে স্বাগতিকদের ৬ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া। হোপের ৫৭ বলে ১০২ রানে ভর করে ২১৪ রান করে ওয়েস্ট ইন্ডিজ। জবাবে ৮৭ রানে ৪ উইকেট হারানোর পরও ২৩ বল আগে ম্যাচ শেষ করে অস্ট্রেলিয়া। ৩৭ বলে ১০২ রানের ঝড়ে দলকে জেতান ডেভিড। এছাড়া তরুণ মিচেল ওয়েন করেন ১৬ বলে ৩৬ রান। এই জয়ে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ৩-০ ব্যবধানে এগিয়ে নিশ্চিত করে নিল অজিরা।
অস্ট্রেলিয়ার হয়ে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ছিলো জস ইংলিসের। গত বছর স্কটল্যান্ডের বিপক্ষে ৪৩ বলে সেঞ্চুরি করেছিলেন তিনি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অবশ্য ডেভিডের চেয়ে কম বলে সেঞ্চুরি আছে আরও ৮ জনের। ইস্তনিয়ার সাহিল চৌহান গত বছর সাইপ্রাসের বিপক্ষে ২৭ বলে সেঞ্চুরি করেছিলেন, সেটিই এখনো রেকর্ড।
তবে পূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে চিন্তা করলে দ্রুততম ডেভিড মিলার ও রোহিত শর্মা। মিলার বাংলাদেশের বিপক্ষে ২০১৭ সালে ৩৫ বলে করেন সেঞ্চুরি। একই বছর রোহিত শর্মা শ্রীলঙ্কার বিপক্ষে ৩৫ বলে স্পর্শ করেন তিন অঙ্ক।