টেকসই-সবুজ প্রকল্পে বিনিয়োগ বেড়েছে ১৮২২ কোটি টাকা

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ২৪ জুলাই ২০২৫, ০৮:৩৭

জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবিলায় দেশে টেকসই ও পরিবেশবান্ধব প্রকল্পে অর্থায়ন ক্রমেই বাড়ছে। ২০২৫ সালের জানুয়ারি থেকে মার্চ তিন মাসে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর টেকসই ও সবুজ প্রকল্পে বিনিয়োগ বেড়েছে এক হাজার ৮২২ কোটি ৫২ লাখ টাকা।


বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ তথ্যে দেখা গেছে, ২০২৪ সালের ডিসেম্বর শেষে এই খাতে মোট বিনিয়োগ ছিল এক লাখ ৫৬ হাজার ৭৬০ কোটি টাকা। চলতি ২০২৫ সালের মার্চ শেষে যা বেড়ে এক লাখ ৫৮ হাজার ৫৮২ কোটি ৫২ লাখ টাকায় দাঁড়িয়েছে।


প্রতিবেদনে আরও বলা হয়, শুধু টেকসই প্রকল্পেই মার্চ প্রান্তিকে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর সম্মিলিত অর্থায়ন হয়েছে এক লাখ ৪৯ হাজার ৮১৯ কোটি টাকা। আগের প্রান্তিকে যা ছিল এক লাখ ৪৮ হাজার ১১৫ কোটি টাকা। সে হিসাবে তিন মাসে টেকসই প্রকল্পে অর্থায়ন বেড়েছে এক হাজার ৭০৪ কোটি টাকা।


এ সময়ে ব্যাংকগুলো এককভাবে টেকসই খাতে বিনিয়োগ করেছে এক লাখ ৪৬ হাজার ৮৫১ কোটি ৭৬ লাখ টাকা। আর্থিক প্রতিষ্ঠানগুলো অর্থায়ন করেছে ২ হাজার ৯৬৭ কোটি ২৯ লাখ টাকা।


বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স পলিসি অনুযায়ী, ব্যাংকগুলো ১১ ক্যাটাগরির আওতায় ৬৮ পণ্যে ঋণ দিতে পারে, যার অধিকাংশই সবুজ অর্থায়নের আওতায় পড়ে। এসব প্রকল্পের মধ্যে রয়েছে কৃষি, সিএমএসএমই, পরিবেশবান্ধব কারখানা এবং সামাজিকভাবে দায়বদ্ধ প্রকল্প।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও