স্বাস্থ্য পরীক্ষার জন্য রাতেই হাসপাতালে নেওয়া হলো খালেদা জিয়াকে

ডেইলি স্টার প্রকাশিত: ২৪ জুলাই ২০২৫, ০৮:৩২

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে।


বুধবার দিবাগত রাত ১টা ৪৮ মিনিটে তিনি হাসপাতালে পৌঁছেন।


বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।


এর আগে ১টা ১৮ মিনিটে তিনি গুলশানের বাসভবন ফিরোজা থেকে হাসপাতালের উদ্দেশে রওনা হন।


শায়রুল বলেন, 'আমরা আশা করছি, জরুরি পরীক্ষা-নিরীক্ষা শেষে রাতেই তিনি বাসায় ফিরে আসবেন।'


বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটি সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, মেডিকেল বোর্ডের পরামর্শে তিনি চেকআপের জন্য গেছেন।


রাত ২টা ৪৮ মিনিটে শায়রুল জানান, স্বাস্থ্য পরীক্ষা শেষে বিএনপি চেয়ারপারসন বাসায় পৌঁছেছেন। তবে ডা. এ জেড এম জাহিদ হোসেন তাৎক্ষণিকভাবে সাংবাদিকদের কিছু জানাননি।


গত ১৯ জুন খালেদা জিয়া স্বাস্থ্য পরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে গিয়েছিলেন।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও