উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ভয়াবহ ঘটনায় গোটা দেশ শোকে মুহ্যমান। মর্মান্তিক সব ছবি ও ভিডিও দেখে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পরীমনি। কোমলমতি শিশুদের আহত ও নিহতের ছবি তাকে এতটাই নাড়া দিয়েছে যে, তিনি প্যানিক অ্যাটাকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
গতকাল মঙ্গলবার (২২ জুলাই) নিজের ফেসবুক পেজে একটি বেসরকারি হাসপাতালের অবস্থান ট্যাগ করে পরীমনি লেখেন, তিনি শারীরিকভাবে ভালো নেই। সেই হাসপাতাল থেকেই তার একটি ভিডিও প্রকাশ করা হয়, যা ইতিমধ্যে সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।