
খেলাপি ঋণ আদায়ে নাভানার বন্ধকি সম্পত্তি নিলামে তুলছে সাউথইস্ট ব্যাংক
খেলাপি হওয়া ৫০০ কোটি টাকার বেশি ঋণের অর্থ আদায়ে আবাসান খাতের অন্যতম পুরনো প্রতিষ্ঠান নাভানা রিয়েল এস্টেটের বন্ধকি সম্পত্তি নিলামে তুলছে সাউথইস্ট ব্যাংক।
চলতি মাসে একটি জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে সাউথইস্ট ব্যাংকের মতিঝিল শাখায় (ইসলামি ব্যাংকিং) বন্ধকি সম্পত্তি নিলামে বিক্রি জন্য দরপত্র আহ্বান করে।
আগ্রহীদের আগামী ৬ আগস্টের মধ্যে নির্ধারিত অঙ্কের পে-অর্ডারসহ আবেদন করতে বলা হয়েছে।
সাউথইস্ট ব্যাংকের চলতি দায়িত্বে থাকা ব্যবস্থাপনা পরিচালক আবিদুর রহমান চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঋণ খেলাপি হওয়ার কারণে বন্ধকি সম্পত্তি নিলামে তোলা হয়েছে। এখনো তা বিক্রি হয়েছে কিনা তা আমার জানা নেই। কারণ বিষয়টি শাখা পর্যায় দেখে। তাছাড়া সব কিছু নিয়ম মোতাবেক করা হবে।”
নিলাম বিজ্ঞপ্তি অনুযায়ী, চলতি বছরের ১২ জুলাই পর্যন্ত নাভানা রিয়েল এস্টেটের কাছে সাউথইস্টের ব্যাংকের পাওনা ৫০০ কোটি ৭৯ লাখ ২৫ হাজার ৭১৪ টাকা। নাভানা রিয়েল এস্টেটের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক খালেদা ইসলাম ব্যাংকটির এই ঋণ গ্রহণ করেছেন।
পাওনা টাকা আদায় না হওয়া পর্যন্ত মূল ঋণের পাশাপাশি খরচ ও মুনাফা আদায়ের জন্য বন্ধকি সম্পত্তি নিলামে তোলার কথা বলা হয়েছে।