মাইক্রোসফট সার্ভার হ্যাকড, ক্ষতিগ্রস্ত শতাধিক প্রতিষ্ঠান

www.ajkerpatrika.com প্রকাশিত: ২২ জুলাই ২০২৫, ১৩:১০

বহুল ব্যবহৃত মাইক্রোসফট সার্ভার সফটওয়্যারের একটি বড় ধরনের নিরাপত্তা দুর্বলতার সুযোগ নিয়ে বিশ্বব্যাপী সাইবার হামলা চালিয়েছে হ্যাকাররা। এই হামলায় যুক্তরাষ্ট্রের ফেডারেল ও অঙ্গরাজ্য সরকারের বিভিন্ন সংস্থা, বিশ্ববিদ্যালয়, জ্বালানি খাতের প্রতিষ্ঠান এবং একটি এশীয় টেলিযোগাযোগ কোম্পানিসহ ১০০টি প্রতিষ্ঠানের নিরাপত্তা লঙ্ঘন হয়েছে বলে জানিয়েছেন গবেষকেরা। এই হামলার বিষয়ে অবহিত দুটি প্রতিষ্ঠান সোমবার জানায়, সপ্তাহান্ত পর্যন্ত আক্রান্তের সংখ্যা এই পর্যায়ে পৌঁছেছে।


গত শনিবার মাইক্রোসফট একটি সতর্কবার্তায় জানায়, তারা সেলফ-হোস্টেড শেয়ার পয়েন্ট সার্ভারের ওপর ‘সক্রিয় আক্রমণ’ চিহ্নিত করেছে। শেয়ার পয়েন্ট এমন একটি সফটওয়্যার প্ল্যাটফর্ম, যা প্রতিষ্ঠানের অভ্যন্তরে নথি আদান-প্রদান এবং সহযোগিতামূলক কাজের জন্য ব্যবহৃত হয়। তবে মাইক্রোসফট-চালিত ক্লাউডভিত্তিক শেয়ার পয়েন্ট সার্ভারগুলো এই হামলা থেকে রেহাই পেয়েছে।


এই আক্রমণ ‘জিরো-ডে’ হিসেবে পরিচিত, কারণ এটি এমন একটি দুর্বলতার সুযোগ নিয়েছে, যা পূর্বে কারও জানা ছিল না। হামলাকারীরা এই দুর্বলতা কাজে লাগিয়ে আক্রান্ত সার্ভারে প্রবেশ করতে পারে এবং সেখানে ব্যাকডোর রেখে ভবিষ্যতেও নিয়মিত প্রবেশাধিকার নিশ্চিত করতে পারে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও