অক্টোবরে ভারত–মার্কিন বাণিজ্য চুক্তি হওয়ার সম্ভাবনা
আগামী ১ আগস্টের মধ্যে ভারত–মা্র্কিন বাণিজ্য চুক্তি হচ্ছে না। এনডিটিভির সংবাদে বলা হয়েছে, সেপ্টেম্বর অথবা অক্টোবরে এই চুক্তির ঘোষণা হতে পারে। অর্থাৎ আলোচনায় যে অচলাবস্থা সৃষ্টি হয়েছিল, তা এখনো আছে।
এদিকে ভারতীয় প্রতিনিধিদল যুক্তরাষ্ট্রে পঞ্চম দফা আলোচনা শেষে শনিবার দেশে ফিরেছেন। এরপর যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল ভারত সফরে আসবে বলেও জানা গেছে।
সংবাদে বলা হয়েছে, আগস্টের মাঝামাঝি মার্কিন প্রতিনিধিদলের ভারতে আসার কথা। উভয় পক্ষই অস্থায়ী চুক্তি সই করতে দ্রুত কাজ করছে। লক্ষ্য হচ্ছে, ১ আগস্টের মধ্যে চুক্তি না হলেও যেন সমঝোতা হয়।
গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লাটনিক টেলিভিশন সাক্ষাৎকারে স্পষ্ট করে বলেন, ‘১ আগস্টের পরেও অনেক দেশের সঙ্গে আলোচনা হতে পারে, যদিও এই সময়সীমার বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান কঠোর। ওই দিন থেকেই সবাইকে নতুন পাল্টা শুল্ক দিতে হবে।’
এনডিটিভি আরও জানায়, ইস্পাত, গাড়ির যন্ত্রাংশ ও অ্যালুমিনিয়ামের মতো ভারতের প্রধান রপ্তানি পণ্যে বড় ধরনের শুল্ক এড়াতে সময়মতো ‘ক্ষুদ্র চুক্তি’ হতে পারে। সূত্রগুলো বলছে, যদি এই ক্ষুদ্র চুক্তি সম্ভব না-ও হয় এবং ট্রাম্প প্রশাসন ২ এপ্রিল ঘোষিত ২৬ শতাংশ শুল্ক কার্যকর করে, তাহলেও ভারতের ওপর তেমন একটা প্রভাব পড়বে না।
ইস্পাত শুল্ক ছাড়াও কৃষি ও গাড়ি শিল্প–সম্পর্কিত বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। সূত্র বলছে, দুগ্ধ খাতে যুক্তরাষ্ট্রের শুল্কছাড়ের দাবির বিষয়ে ভারত আরও কঠোর অবস্থানে গেছে। ভারত কোনো মুক্ত বাণিজ্য অংশীদারকেই এ ধরনের শুল্কছাড় দেয়নি।
- ট্যাগ:
- ব্যবসা ও অর্থনীতি
- বাণিজ্য চুক্তি