
বিমান বিধ্বস্তের ঘটনায় রাষ্ট্রীয় শোক আজ, যা করবে বিসিবি
ঢাকার উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় আজ মঙ্গলবার পালিত হচ্ছে রাষ্টীয় শোক। এদিনই সন্ধ্যা ৬টায় তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। এই ম্যাচ ঘিরে রাষ্ট্রীয় শোক উপলক্ষে কিছু উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এক বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, মঙ্গলবার শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম (আজকের ম্যাচের ভেন্যু) এবং বিসিবির সকল ভেন্যুতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।
এছাড়া মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ও আহতদের আত্মার মাগফিরাত এবং সুস্থতা কামনায় বিশেষ দোয়ার আয়োজন করেছে বিসিবি।
ম্যাচ শুরুর আগে এক মিনিট নীরবতা পালন করা হবে এবং উভয় দলের খেলোয়াড়, টিম ম্যানেজমেন্ট এবং ম্যাচ অফিসিয়ালরা কালো আর্মব্যান্ড পরিধান করবেন। ঘটনার শিকারদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ম্যাচ চলাকালীন স্টেডিয়ামে কোনো ধরনের সংগীত বাজানো হবে না।