You have reached your daily news limit

Please log in to continue


প্রতিদিন সকালের নাস্তায় যে ফল খেলে দিনভর চাঙা থাকবে শরীর

প্রতিদিনের সকালের নাস্তা আমরা একেকজন একেকভাবে করে থাকি। কেউ ঘুম থেকে উঠে এক কাপ চা খেয়ে বেরিয়ে পড়েন। কেউ একটা টোস্ট বিস্কুট আর চা খেয়েই শেষ করেন নাস্তা। কেউ কেউ দেখা যায়, না খেয়েই বেরিয়ে পড়েন। আবার কাউকে দেখা যায়, ঘুম থেকে উঠে সোজা চলে যান হোটেলে পরোটা খেতে। এই সকালের নাস্তার ধরন যে একেকজনের একেক রকম, এটা স্বাস্থ্যের জন্য ভালো কোনো লক্ষণ নয়। সকালের নাস্তায় আমরা গুরুত্ব দিই না। এ বিষয়ে পুষ্টিবিদরা কি বলছেন, তা জেনে নিই।

চলুন জেনে নেওয়া যাক, শরীর ঠিক রাখতে প্রতিদিন সকালে কোন খাবার খেতে বলছেন পুষ্টিবিদরা—

পেঁপে

সারা বছরই পাকা পেঁপে পাওয়া যায়। আর পেঁপে নিয়মিত রাখা যেতে পারে সকালের নাস্তায়। কারণ পেঁপেতে রয়েছে ভিটামিন এ, বি২, বি৫, বি৯, সি, ই এবং কে। সেই সঙ্গে রয়েছে পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, ক্যালশিয়াম, কপার, জিংক এবং আয়রনের মতো খনিজ। আরও রয়েছে লাইকোপিনের মতো অ্যান্টি-অক্সিডেন্টস ও প্যাপেইনের মতো উপকারী এনজাইম।

আপেল

প্রতিদিন সকালে আপেল খেলে রোগবালাই দূরে থাকে। চিকিৎসকরাও সে কথা বলেন। কারণ আপেলে বিভিন্ন ধরনের ভিটামিন ও পুষ্টিগুণে ভরা একটি সুন্দর ভারসাম্য রয়েছে। আপেলে আছে ভিটামিন এ, বি১, বি২, বি৩, বি৬, সি ও ই। এ ছাড়া ফাইবার, পটাশিয়ামসহ নানা ধরনের অ্যান্টি-অক্সিডেন্টসও রয়েছে আপেলে। নিয়মিত আপেল খেলে শরীরের দৈনিক পুষ্টির চাহিদার অনেকখানি পূরণ হয়।

পেয়ারা

প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে পেয়ারায়। একটি কমলালেবুর চেয়ে দ্বিগুণ ভিটামিন সি থাকে পেয়ারায়। শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করে। পাশাপাশি ত্বকের স্বাস্থ্যও ভালো রাখে। এ ছাড়া পেয়ারায় আছে ভিটামিন এ, বি, ই, বি৬ এবং কে। আবার পটাশিয়াম, ম্যাগনেশিয়াম ও ফোলেটও শরীরের জন্য অত্যন্ত জরুরি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন