You have reached your daily news limit

Please log in to continue


চাঁদা না দেওয়ায় রাজবাড়ীতে হাসপাতালের লিফটের কাজ বন্ধ

চাঁদা না দেওয়ার কারণে রাজবাড়ীতে ব্যাহত হচ্ছে ২৫০ শয্যার রাজবাড়ী জেলা সদর হাসপাতালের নির্মাণ কাজ। এ নিয়ে জেলা উন্নয়ন সমন্বয় সভায় ব্যাপক সমালোচনা হয়েছে। ক্ষোভ প্রকাশ করেছেন খোদ জেলা প্রশাসক। সম্প্রতি রাজবাড়ীর অফিসার ক্লাবে জেলা প্রশাসক সুলতানা আক্তারের সভাপতিত্বে উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

সভায় হাসপাতাল নির্মাণ কাজের অগ্রগতি জানতে চান জেলা প্রশাসক। এসময় গণপূর্তের নির্বাহী প্রকৌশলী না থাকায় সভায় উপস্থিত ছিলেন রাজবাড়ী গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী (সিভিল) মোহাম্মদ জহিরুল ইসলাম। তিনি কাজের অগ্রগতি সম্পর্কে বলেন, চাঁদা দাবির কারণে হাসপাতালের লিফট স্থাপন করা কষ্টসাধ্য হয়ে পড়েছে।ঠিকাদারের লোকজন ভয়-ভীতির মধ্যে আছেন।

রাজবাড়ী গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী (সিভিল) মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, স্থানীয় কিছু চাঁদাবাজ এসে হাসপাতালের লিফটের ঠিকাদারের কাছে চাঁদা দাবি করেছে। চাঁদা না দিলে বিভিন্ন সময়ে তারা হুমকি ধামকি দিচ্ছে। এতে হাসপাতালের লিফটের কাজ শেষ করতে সময় লাগছে। একাধিকবার আমাদের নিয়োজিত ঠিকাদার চাঁদা পরিশোধ করেছেন। এক গ্রুপ চাঁদা নিয়ে যায়, আরেক গ্রুপ আসে। ঠিকাদার কতজনকে চাঁদা দেবে। এর আগে হাসাপাতালের এসির তার, আউটডোরের জিনিসপত্র খুলে নিয়ে গেছে চোরেরা। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন