গত ২৪ ঘণ্টায় তিস্তা নদীর পানি বেড়েছে ৪০ সেন্টিমিটার। আজ রোববার সন্ধ্যায় ৬টায় তিস্তা ব্যারেজে ৫২ দশমিক ০৮ মিটার পানি রেকর্ড করা হয়েছে।
তিস্তা ব্যারেজে পানির রেকর্ডকিপার রংপুর পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী তৌহিদুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
পানি উন্নয়ন বোর্ড জানায়, গতকাল শনিবার সন্ধ্যা ৬টায় তিস্তা ব্যারেজ পয়েন্টে পানি রেকর্ড করা হয়েছিল ৫১ দশমিক ৬৮ মিটার।
আজ সন্ধ্যা ৬টায় তিস্তার পানি বিপদৎসীমার ৭ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে বলে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে।
তৌহিদুল ইসলাম বলেন, 'শনিবার তিস্তা ব্যারেজ পয়েন্টে তিস্তার পানি রেকর্ড করা হয়েছিল ৫৮ হাজার কিউসেক। রোববার সকালে পানি রেকর্ড করা হয়েছে ৬৫ হাজার কিউসেক।'