প্রথম ম্যাচে বড় ব্যবধানে হারের পর সিরিজ বাঁচিয়ে রাখার লক্ষ্যে অধিনায়ক বদলে খেলতে নামল দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দল। কিন্তু এটি ছাড়া বদলাল না আর কিছুই। আগের ম্যাচের মতো একই চিত্রনাট্যে আবারও বড় ব্যবধানে জিতল বাংলাদেশের যুবারা।
আগের ম্যাচের মতো এদিনও টস জিতে ফিল্ডিং নেয় দক্ষিণ আফ্রিকা। এই ম্যাচেও আড়াইশ ছাড়ানো পুঁজি নিয়ে একশর বেশি রানে জেতে বাংলাদেশ।
বেনোনির উইলমোর পার্কে শনিবার বাংলাদেশের জয় ১০৪ রানে। ২৬৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৩০.২ ওভারে মাত্র ১৬১ রানে গুটিয়ে যায় স্বাগতিকরা।
দুই ম্যাচের পার্থক্য শুধু ব্যবধানে। বৃহস্পতিবার ১৩০ রানে জিতেছিল বাংলাদেশ। এছাড়া ওই ম্যাচে ৭০ রানের ইনিংস খেলে ম্যাচ সেরা হন সহ-অধিনায়ক জাওয়াদ আবরার। এবার ৬৭ রান করে এই স্বীকৃতি অধিনায়ক আজিজুল হাকিমের।
তবে জাওয়াদ এদিনও করেন ঝড়ো ফিফটি। ১ চার ও ৪ ছক্কায় ৫৩ বলে খেলেন ৫৭ রানের ইনিংস। তিন নম্বরে নেমে আজিজুল রাখেন দায়িত্বশীলতার ছাপ। ৪ চার ও ২ ছক্কায় ৯০ বলের ইনিংস সাজান তিনি।
আগের ম্যাচের মতো এদিনও চার নম্বরে নামা রিজান হোসেন খেলেন পঞ্চাশছোঁয়া ইনিংস। ৪ চারে ৭১ বলে ৫২ রান করেন পেস বোলিং এই অলরাউন্ডার।