সৌরবিদ্যুতের কারণে পাখি মারা পড়ছে

প্রথম আলো প্রকাশিত: ২০ জুলাই ২০২৫, ১২:৫১

পৃথিবীজুড়ে বিভিন্ন জায়গায় সৌরবিদ্যুতের জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। বিভিন্ন মরুভূমি, সমভূমি থেকে শুরু করে বিভিন্ন পুরোনো পরিত্যক্ত ভবন ও এলাকায় উজ্জ্বল সোলার প্যানেলের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। সূর্যালোকের মাধ্যমে কার্বনমুক্ত বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। অস্ট্রেলিয়ার মারডক বিশ্ববিদ্যালয়ের বন্য প্রাণী পরিবেশবিদ ট্রিশ ফ্লেমিংয়ের এক গবেষণায় দেখা যাচ্ছে বিভিন্ন সোলার ফার্মের কারণে বিশ্বজুড়ে প্রায় ১৪ হাজার ৭০০ বর্গমাইল জমি দখল হয়ে গেছে। এই ভূমির পরিমাণ যুক্তরাষ্ট্রের পশ্চিম ভার্জিনিয়ার সমান। এভাবে ভূমির ব্যবহার দ্রুত বাড়ছে।


গবেষণায় দেখা যায় গ্রিনহাউস গ্যাস নির্গমন কমাতে সৌরশক্তির ভূমিকা বাড়ানোর নানা উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। উদ্যোগের কারণে নতুন সংকট তৈরি হতে পারে। খারাপভাবে ডিজাইন করা বিভিন্ন সৌর প্রকল্প নতুন করে ঝুঁকি তৈরি করছে। এসব উদ্যোগের কারণে পাখি, বাদুড় আর অন্যান্য বন্য প্রাণীর ক্ষতি হতে পারে।


সমতল আর কালো সৌর প্যানেল বিশাল আয়নার মতো কাজ করে। অনেকটা প্রাকৃতিক হ্রদের মতোই আলোকে প্রতিফলিত করতে পারে এসব প্যানেল। অনেক উড়ন্ত পোকামাকড়, পাখি আর বাদুড়েরা এসব প্যানেলের কারণে বিভ্রান্ত হয়। অনেক সময় পরিযায়ী পাখিরা সৌর প্যানেলের ওপর বৃত্তাকারে বা অবতরণ করে। হ্রদ বা পানির উৎস বলে অনেক সময় পাখিরা ভুল করে বলে গবেষণায় দেখা যায়। এসব প্যানেলের কারণে পাখি ও অন্যান্য শিকারি প্রাণের মধ্যে সংঘর্ষের ঝুঁকি বাড়ছে। বিভিন্ন প্যানেলের কারণে সৌরশক্তি কেন্দ্রীভূত হয় বলে বিভিন্ন এলাকায় তাপমাত্রা বৃদ্ধি পায়। কিছু সৌরশক্তির কেন্দ্রের কারণে তীব্র তাপ বা আলোর প্রতিফলনের কারণে পাখিদের মৃত্যুর মতো ঘটনা দেখা যায়।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও