You have reached your daily news limit

Please log in to continue


নায়ক রহমানকে মনে পড়ে: শবনম

কোটি মানুষের হৃদয় স্পর্শ করে আছে 'তোমারে লেগেছে এত যে ভালো/ চাঁদ বুঝি তা জানে' গানটি। ষাটের দশকে মুক্তি পাওয়া রাজধানীর বুকে সিনেমার গান এটি। নায়ক ছিলেন রহমান এবং নায়িকা শবনম। সিনেমাটি পরিচালনা করেছিলেন এহতেশাম।

ঢাকাই সিনেমার প্রথম রোমান্টিক নায়ক রহমান। বলা হয়, ষাটের দশকের প্রথম সফল নায়কও তিনি। ১৮ জুলাই তার প্রয়াণ দিবস।

এই দিনে তাকে নিয়ে স্মৃতিচারণ করেছেন শবনম। তিনি বলেন, রাজধানীর বুকে সিনেমা দর্শকরা সাগ্রহে গ্রহণ করেছিল। খুব সাড়া পড়েছিল। আজও সিনেমাটির কথা মুখে মুখে ফেরে। বিশেষ করে এই সিনেমার 'তোমারে লেগেছে এত যে ভালো/ চাঁদ বুঝি জানে' গানটি মানুষ এখনো মনে রেখেছে। দর্শকরা জুটি হিসেবে আমাদেরকে সাদরে গ্রহণ করেন।

'রহমানের সঙ্গে হারানো দিন সিনেমায় জুটি হিসেবে অভিনয় করি। দর্শকরা আবারও বেশ ভালোভাবেই গ্রহণ করেন। জুটি হিসেবে সফলতা বাড়তে শুরু করে। হারানো দিন সিনেমারও একটি গান সবাই গ্রহণ করেছিলেন—মন যে দোলে…। এভাবেই জুটি হিসেবে আমাদের সিনেমার কাজ এগিয়ে চলে,' বলেন শবনম।

এই নায়িকা আরও বলেন, 'সত্যি কথা বলতে রহমান শুধু আমার নায়ক ছিলেন না, তিনি ছিলেন পারিবারিকভাবে ঘনিষ্ট। তার সঙ্গে ভাই-বোনের মতো চমৎকার একটা সম্পর্ক ছিল। আমার স্বামী রবিনের সঙ্গেও সুন্দর সম্পর্ক ছিল। মানুষকে সম্মান করার মতো বিষয়টি তার মধ্যে বেশ ছিল। তিনি যেমন আমাকে প্রচণ্ড সম্মান করতেন, একইভাবে আমিও অনেক সম্মান করতাম।'

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন