
খরচ কমাতে প্রথমবারের মতো এআই ব্যবহার নেটফ্লিক্সের
খরচ কমাতে প্রথমবারের মতো এআই ইফেক্ট ব্যবহার করেছে মার্কিন স্ট্রিমিং জায়ান্ট নেটফ্লিক্স।
প্লাটফর্মটি বলেছে, প্রথমবারের মতো নিজেদের একটি মূল টিভি শো’তে জেনারেটিভ কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি ভিজ্যুয়াল ইফেক্ট ব্যবহার করেছে তারা।
স্ট্রিমিং জায়ান্টটির সহ-প্রধান নির্বাহী টেড সারানডোস বলেছেন, প্রম্পটের ভিত্তিতে ভিডিও ও ছবি তৈরি করতে পারে এমন এআই ব্যবহার করে আর্জেন্টিনার বিজ্ঞান কল্পকাহিনিনির্ভর শো ‘দ্য ইটারনটস’-এর এক ভবন ধসে পড়ার দৃশ্য তৈরি করেছে তারা।
তিনি বলেছেন, এ প্রযুক্তির মাধ্যমে প্রোডাকশন টিম দ্রুত ও কম খরচে এসব দৃশ্য শেষ করতে পেরেছে।
বিবিসি লিখেছে, জেনারেটিভ এআইয়ের ব্যবহার বিনোদন শিল্পে বিতর্কিত একটি বিষয়। কারণ অনেকেই মনে করেন, এ প্রযুক্তির মাধ্যমে অন্যদের কাজ তাদের অনুমতি ছাড়া ব্যবহার করে নতুন কনটেন্ট তৈরি করতে পারেন। ভবিষ্যতে এ প্রযুক্তির কারণে মানুষ চাকরি হারাতে পারেন বলেও উদ্বেগ রয়েছে।
এর আগে এক ঘোষণায় নেটফ্লিক্স বলেছে, এ বছরের জুন মাস পর্যন্ত তিন মাসে তাদের আয় গত বছরের একই সময়ের চেয়ে ১৬ শতাংশ বেড়ে পৌঁছেছে এক হাজার একশ কোটি ডলারে। একই সময়ে লাভ দুইশো ১০ কোটি ডলার থেকে বেড়ে দাঁড়িয়েছে তিনশ ১০ কোটি ডলার। প্লাটফর্মটির আয় বেড়ে যাওয়ার ঘোষণার পরই সারানডোসের এমন মন্তব্য এল বলে প্রতিবেদনে লিখেছে বিবিসি।