বাংলাদেশের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে আসছে তুরস্ক

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ১৯ জুলাই ২০২৫, ২০:৩০

এশিয়ান কাপ সামনে রেখে ইউরোপের দেশ তুরস্কের বিপক্ষে প্রীতি ফুটবল ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে বাংলাদেশ। আগস্টের শেষ বা সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে এ ম্যাচটি হবে।


বাফুফের নারী উইংয়ের চেয়ারপার্সন মাহফুজা আক্তার কিরণ বলেছেন, ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জুলাইয়ের প্রথম সপ্তাহে তুরস্ক গিয়েছিলেন। তখন তিনি দেশটির ফুটবল ফেডারেশনের কাছে দুই দেশের নারী ফুটবল দলের প্রীতি ম্যাচ আয়োজনের প্রস্তাব দিয়েছিলেন। সেই প্রস্তাবের ভিত্তিতেই এ প্রীতি ম্যাচটি হবে।


ম্যাচটি ঠিক কবে আয়োজন হবে, তা এখনো ঠিক হয়নি। কিরণ বলেন, এ বিষয়ে আমাদের সভাপতি আলোচনা করছেন। তিনি বলেছেন, তুরস্ক ঢাকায় আসবে। আগস্টের শেষ দিকে কিংবা সেপ্টেম্বরের প্রথম দিকে ম্যাচটি হবে।


বাংলাদেশের মেয়েদের ইউরোপের দেশের বিপক্ষে খেলার অভিজ্ঞতা নেই। তুরস্কের বিপক্ষে ম্যাচটি খেললে এশিয়ান কাপের আগে অন্যরকম অভিজ্ঞতা হবে আফঈদা-ঋতুপর্ণাদের।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও