You have reached your daily news limit

Please log in to continue


দুই পেনাল্টি মিস করেও ইউরোর সেমিফাইনালে স্পেন

মেয়েদের ইউরোর কোয়ার্টার ফাইনালে দুটি পেনাল্টি মিস করেও দারুণ এক জয় পেয়েছে স্পেন। সেমিফাইনালে ওঠার লড়াইয়ে সুইজারল্যান্ডকে স্পেন হারিয়েছে ২–০ গোলে। এর ফলে ইউরোর ইতিহাসে দ্বিতীয়বারের মতো সেমিফাইনালের দেখা পেল বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

সুইজারল্যান্ডের বার্নে গতকাল রাতে খুব একটা সুবিধা করতে পারেনি স্বাগতিকরা। আক্রমণ ও বল দখলে স্পেনের চেয়ে পিছিয়ে ছিল। তবে আক্রমণে সুবিধা করতে না পারলেও রক্ষণে স্পেনের বিরুদ্ধে দারুণ প্রতিরোধ গড়ে তুলে সুইজারল্যান্ড। এর মধ্যে ৯ মিনিটে পেনাল্টি পেয়েও সুযোগ কাজে লাগাতে পারেননি স্পেনের মারিওনা কালদেনতেই। পেনাল্টি মিসের পর একের পর এক আক্রমণে গিয়েও প্রথমার্ধে গোল পায়নি স্পেন।

বিরতির পর অবশ্য ভেঙে পড়ে সুইস প্রতিরোধ। ৫ মিনিটের মধ্যে দুই গোল আদায় করে নিয়ে ম্যাচে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা করে স্পেন। ৬৬ মিনিটে স্পেনের হয়ে প্রথম গোল করেন অ্যাথেনা দেল কাসতিল্লো। এরপর ৭১ মিনিটে দারুণ এক গোলে ব্যবধান দ্বিগুণ করেন ক্লাউদিয়া পিনা।

এই দুই গোলের পর আর ম্যাচে ফেরার কোনো সুযোগ পায়নি সুইজারল্যান্ড। শেষ আট থেকেই বিদায় নিতে হয় স্বাগতিকদের। ৮৮ মিনিটে অ্যালেক্সিয়া পুতেয়াস দ্বিতীয় পেনাল্টি মিস না করলে ব্যবধান আরও বাড়াতে পারত স্পেন। পুতেয়াসের এই মিস অবশ্য দলকে বিপদে ফেলেনি। মেয়েদের ইউরোতে এটি স্পেনের নকআউট ম্যাচে পাওয়া প্রথম জয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন