পতন কেটে ঊর্ধ্বমুখী ধারায় ফেরার পাশাপাশি দেশের শেয়ারবাজারে লেনদেনের গতিও বাড়তে দেখ যাচ্ছে। ২০০ কোটি টাকার ঘরে নেমে যাওয়া লেনদেন ধারাবাহিকভাবে বেড়ে ৮০০ কোটি টাকার কাছাকাছি চলে এসেছে।
সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১৭ জুলাই) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন বেড়ে প্রায় ৮০০ কোটি টাকা হয়েছে। এর মাধ্যমে চলতি বছরে প্রথমবারের মতো ডিএসইতে সাড়ে ৭০০ কোটি টাকার বেশি লেনদেন হলো। সেইসঙ্গে আট মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেনের ঘটনা ঘটলো।