
ব্যাংকে আমানতের প্রবৃদ্ধি কমল আরও
দেশের ব্যাংকগুলোতে আমানতের প্রবৃদ্ধি মে মাসে আরও কিছুটা কমেছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, মে মাস শেষে ব্যাংক খাতে আমানতের প্রবৃদ্ধি হয়েছে ৭ দশমিক ৭৩ শতাংশ।
এপ্রিলে আমানতের প্রবৃদ্ধি ছিল ৮ দশমিক ২১ শতাংশ, যা মার্চে ছিল ৮ দশমিক ৫১ শতাংশ।
বর্তমানে অনেক ব্যাংক আমানতের বিপরীতে ৯ থেকে ১১ শতাংশ পর্যন্ত সুদ দিচ্ছে। তারল্যসংকটে থাকা অনেক ব্যাংক আবার ১৩ শতাংশ পর্যন্ত সুদ দিচ্ছে। কিন্তু তাতেও আশানুরূপ আমানত মিলছে না।
বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, ২০২৫ সালের মে মাস শেষে ব্যাংকে মোট আমানত বেড়ে দাঁড়িয়েছে ১৮ লাখ ৩২ হাজার কোটি টাকা, যা ২০২৪ সালের মে মাসে ছিল ১৭ লাখ কোটি টাকার বেশি। সে হিসাবে এক বছরে প্রবৃদ্ধি হয়েছে ৭ দশমিক ৭৩ শতাংশ।
২০২৪ সালের সেপ্টেম্বর থেকে আমানতে প্রবৃদ্ধি কমতে থাকে, যা ওই মাসে ৭ দশমিক ২৬ শতাংশে নেমে যায়। এরপর থেকে এ হার ওঠানামা করলেও তা এখনও দুই অঙ্কে ওঠেনি।