উইন্ডোজ ১০-এর জন্য বন্ধ হচ্ছে ‘অফিস’-এর নতুন ফিচার

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ১৬ জুলাই ২০২৫, ২০:২২

‘মাইক্রোসফট অফিস’ অ্যাপের নতুন সব ফিচার আর পাচ্ছেন না উইন্ডোজ ১০ ব্যবহারকারীরা। ২০২৬ এর অগাস্ট থেকে এটি কার্যকর হবে বলে ঘোষণা করেছে কোম্পানিটি।


তবে উইন্ডোজ ১০ এ চলমান অ্যাপগুলোর জন্য ২০২৮ সালের অক্টোবর পর্যন্ত নিরাপত্তা আপডেট মিলবে, পরের বছর ধীরে ধীরে নতুন সব ফিচার দেওয়া বন্ধ করে দেবে মাইক্রোসফট।


মাইক্রোসফট ৩৬৫ ‘পার্সোনাল’ ও ‘ফ্যামিলি প্ল্যান’ ব্যবহারকারীরা ২০২৬ এর অগাস্টের পর থেকে উইন্ডোজের নতুন ফিচারগুলো আর পাবেন না বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি বিষয়ক সাইট ভার্জ।


এ ছাড়াও উইন্ডোজ ১০ এ মাইক্রোসফট অফিসের মাসিক ‘এন্টারপ্রাইজ চ্যানেল’ ব্যবহারকারীদের জন্য ২০২৬ এর ১৩ অক্টোবর থেকে নতুন ফিচার সরবরাহ বন্ধ করার পরিকল্পনা করছে কোম্পানিটি। একইভাবে ‘সেমি-এন্টারপ্রাইজ চ্যানেল’ ব্যবহারকারীদের জন্যও ২০২৭ এর ১২ জানুয়ারি থেকে বন্ধ হচ্ছে।


চলতি বছরের শুরুতে উইন্ডোজ ১০ এ অফিস অ্যাপের জন্য নিরাপত্তা আপডেট দিতে বাধ্য হয়েছিল মাইক্রোসফট তবে সে সময় ২০২৬ থেকে ফিচারগুলো বন্ধ করে দেওয়া হবে এমন কোনো তথ্য প্রকাশ করা হয়নি।


কোম্পানিটির এ সিদ্ধান্তের ফলে মাইক্রোসফট ৩৬৫ এর সর্বশেষ ফিচার পেতে ব্যবহারকারীদের উইন্ডোজ ১১-তে যেতে হবে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও